আত্মনির্ভর ভারতের জয়জয়কার! এবার স্বদেশী বিমান ‘তেজস” কিনতে আগ্রহী হল আর্জেন্টিনা

বাংলা হান্ট ডেস্ক: যত দিন এগোচ্ছে ততই বিশ্বজুড়ে চাহিদা বাড়ছে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ভারতের অত্যাধুনিক যুদ্ধবিমান তেজস (Tejas) ফাইটার জেটের। ইতিমধ্যেই ফিলিপিন্স, মালয়েশিয়া, আমেরিকার মত দেশগুলি এই যুদ্ধবিমান কেনার জন্য আগ্রহ প্রকাশ করেছিল। এমনকি, মালয়েশিয়াকে তেজস যুদ্ধবিমান বিক্রি করার সিদ্ধান্তও নিয়েছে কেন্দ্রীয় সরকার। তবে, সেই তালিকা আরও বৃদ্ধি পেতে চলেছে। জানা গিয়েছে, এবার তেজস যুদ্ধবিমান কিনতে আগ্রহ প্রকাশ করেছে আর্জেন্টিনা (Argentina)। পাশাপাশি, এই প্রসঙ্গে ভারতের বিদেশমন্ত্রক সূত্রে জানা গিয়েছে যে, নিজেদের বায়ুসেনার আধুনিকীকরণের লক্ষ্যে তুলনামূলক হালকা ওজনের তেজস যুদ্ধবিমানকেই পছন্দ করেছে আর্জেন্টিনা।

বিবৃতি জারি করে বিদেশমন্ত্রক: প্রসঙ্গত উল্লেখ্য যে, আর্জেন্টিনার বিদেশমন্ত্রী সান্তিয়াগো সাফিয়েরোর (Santiago Cafiero) আমন্ত্রণে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর (S. Jaishankar) গত বৃহস্পতিবার দু’দিনের আর্জেন্টিনা সফরে রওনা দেন। গত শুক্রবার দুই দেশের বিদেশমন্ত্রীদের মধ্যে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা সম্পন্ন হয়। তারপরেই বিদেশমন্ত্রকের তরফে জারি করা একটি বিবৃতিতে জানানো হয় যে, দেশীয় প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক তেজস যুদ্ধবিমান কিনতে আগ্রহ প্রকাশ করেছে আর্জেন্টিনা।

যদিও, এর আগেই এই সম্পর্কে আভাস মিললেও অনুষ্ঠানিক ভাবে এই খবর সামনে আনে বিদেশ মন্ত্রক। এদিকে, ওই আলোচনায় তেজস যুদ্ধবিমানের প্রসঙ্গ ছাড়াও জি-২০ জোটের সভাপতি পদের জন্য ভারতের দাবিকে আর্জেন্টিনা সমর্থন জানাবে বলেও খবর মিলেছে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, তেজস যুদ্ধবিমানটি বানিয়েছে সামরিক বিমান প্রস্তুতকারী সংস্থা হ্যাল (Hindustan Aeronautics Limited)। বায়ুসেনায় স্থিত মিগ-২১ বিমানগুলিকে প্রতিস্থাপিত করবে তেজস।

২০২০ সালে প্রায় ২০ হাজার ফুট উচ্চতায় রাশিয়া নির্মিত “আইএল-৭৮” জ্বালানিবাহী বিমান থেকে মাঝ আকাশে জ্বালানি ভরা হয় তেজসে। শুধু তাই নয়, ইতিমধ্যেই একাধিক কঠিন পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছে তেজস। সর্বোপরি, হালকা ওজনের তেজস যুদ্ধবিমান অত্যন্ত শক্তিশালী ক্ষেপণাস্ত্র বয়ে নিয়ে যেতে সক্ষম। এর পাশাপাশি, শত্রুপক্ষের নজরের বাইরে থাকা অবস্থাতেও নির্দিষ্ট লক্ষ্যবস্তুর দিকে ক্ষেপণাস্ত্র ছুড়তে পারে এই অত্যাধুনিক যুদ্ধবিমান।

 

প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে ভারতের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছিল যে, মালয়েশিয়ার পাশাপাশি দেশীয় প্রযুক্তিতে তৈরি এই ফাইটার জেট কিনতে চায় অস্ট্রেলিয়া, মিশর, আমেরিকা, ইন্দোনেশিয়া ও ফিলিপিন্স। এখন সেই তালিকায় আনুষ্ঠানিকভাবে নাম জুড়ল লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনারও।

ad

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর