বিশ্বের দরবারে উজ্জ্বল বাংলার মুখ! পপ তারকা টেলর সুইফটকে হারিয়ে প্রথম হলেন অরিজিৎ

বাংলা হান্ট ডেস্ক: এই মুহূর্তে বাংলার ভূমিপুত্র অরিজিৎ সিং-(Arijit Singh) এর জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে। দেশের গণ্ডি ছাড়িয়ে বহুদিন আগেই অরিজিতের (Arijit Singh) গানের (Music) জাদু মন ছুঁয়েছে বিশ্ববাসীর। বছরভর দেশ-বিদেশে তাঁর মিউজিক কনসার্ট গুলিতে উপচে পড়ে ভক্তদের ঢল। আট  থেকে আশি সকলেই মন্ত্রমুগ্ধের মতো শোনেন  অরিজিতের গান।

বাঙালি গায়ক অরিজিৎ সিং-(Arijit Singh) এর মুকুটে নতুন পালক

এবার জিয়াগঞ্জের এই বাঙালি গায়কের মুকুটে জুড়লো নতুন পালক। সম্প্রতি বিশ্ব বিখ্যাত পতারকা টেলর সুইফটকে (Taylor Swift) ছাড়িয়ে এক নতুন রেকর্ড করেছেন এই বাঙালি গায়ক। কি ভাবছেন কীভাবে? এখনকার দিনে সংগীত প্রেমীদের কাছে অন্যতম জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম হল স্পটিফাই (Spotify)। এখানে গান শোনার পাশাপাশি সকলেই নিজেদের পছন্দের গায়ক গায়িকা কে ফলো-ও  করতে পারেন।

এবার সেখানেই  সারা পৃথিবীর ফলোয়ারদের নিরিখে টেলর সুইফটকেও ছাপিয়ে  গিয়েছেন অরিজিৎ। এখানে বলে রাখি, মোট ১৪টা গ্র্যামি রয়েছে টেলর সুইফটের ঝুলিতে। এহেন পপ তারকাকে ছাপিয়ে জনপ্রিয় এই মিউজিক প্লাটফর্মটিতে এখন এক নম্বরে রয়েছেন বাঙালি গায়ক অরিজিৎ সিং।  জানা যাচ্ছে , এই মুহূর্তে স্পটিফাইতে অরিজিৎ সিং-কে ফলো করছেন মোট ১১ কোটি ৭২ লক্ষ ১১ হাজার ১৫৪ জন ফলোয়ার।অন্যদিকে দ্বিতীয় স্থানে থাকা টেলর সুইফটকে এখন ফলো করেন মোট ১১ কোটি ৭১ লক্ষ ৮৯ হাজার ৯৯৯ জন।

আরও পড়ুন:  বিরক্ত হয়ে বাবার সাথেও কথা বলেছিলেন উঁচু গলায়! ঠিক কি ঘটেছিল সেদিন?

মাত্র একবছরেই লাফিয়ে বেড়েছে অরিজিৎ-এর অনুরাগীর সংখ্যা। চলতি বছরের ফেব্রুয়ারিতেই অরিজিৎ-কে হারিয়ে শীর্ষে পৌঁছেছিলেন টেলর সুইফট। তবে এবার  মাত্র ৬ মাসেই নিজের জায়গা ছাড়তে হল এই গায়িকাকে।

Arijit Taylor

এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন এড শেরন। বর্তমানে তাঁর মোট অনুরাগীর সংখ্যা প্রায় ১১ কোটি ৫০ লক্ষ। অথচ আজ থেকে এক বছর আগেও এই তালিকার শীর্ষ স্থানে জ্বলজ্বল করতো এড শেরনের নাম। এই মুহূর্তে এই তালিকায় চতুর্থ ও পঞ্চম স্থানে  রয়েছেন অ্যারিয়ানা গ্র্যান্ডে এবং বিলি আইলিশ। তাঁরা যদিও  ১০ কোটির গণ্ডি ছাড়াতে পারেননি এখনও।


Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর