Jio-Airtel-এর দিন শেষ! দুর্ধর্ষ প্ল্যান আনল BSNL, 3300 GB ডেটা সহ মিলবে Disney+Hotstar-এর ফ্রি সাবস্ক্রিপশন

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে BSNL (Bharat Sanchar Nigam Limited) যুগের সাথে পাল্লা দিয়ে তার ব্যবহারকারীদের জন্য একের পর এক বড় পদক্ষেপ গ্রহণ করছে এবং দুর্দান্ত প্ল্যান সামনে আনছে। এমতাবস্থায়, আপনিও যদি BSNL-এর একজন গ্রাহক হয়ে থাকেন সেক্ষেত্রে এই প্রতিবেদনটি নিঃসন্দেহে আপনার জন্য গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হবে। উল্লেখ্য যে, Jio এবং Airtel-এর মতো, BSNL-এরও Fiber ব্রডব্যান্ড পরিষেবা রয়েছে। BSNL তার ব্যবহারকারীদের Bharat Fiber ব্রডব্যান্ডের মাধ্যমে ইন্টারনেট পরিষেবা প্রদান করে। এই টেলিকম সংস্থার এমন দু’টি প্ল্যান রয়েছে যেগুলির ইন্টারনেট স্পিড 60Mbps। এর মধ্যে, ব্যবহারকারীরা মোট 3300 GB ডেটা সহ কল ​​করার সুবিধা পান। আসুন, BSNL-এর এই দুটি ব্রডব্যান্ড প্ল্যান সম্পর্কে জেনে নেই…

599 টাকার প্ল্যান: BSNL-এর এই ব্রডব্যান্ড প্ল্যান সম্পর্কে বলতে গেলে জানাতে হয়, এর জন্য আপনাকে প্রতি মাসে 599 টাকা খরচ করতে হবে। এই প্ল্যানে, আপনি 60 Mbps গতিতে আনলিমিটেড ইন্টারনেট ডেটার সুবিধা পাবেন। এর জন্য, কোম্পানিটি 3300 GB-র FUP (ফেয়ার ইউজ পলিসি) লিমিট নির্ধারণ করেছে। অর্থাৎ, পুরো মাসে এর চেয়ে বেশি ডেটা খরচ করলে ইন্টারনেটের গতি 60 Mbps থেকে কমে 4 Mbps হয়ে যাবে।

Now BSNL has brought this exciting plan.

699 টাকার প্ল্যান: BSNL-এর এই রিচার্জ প্ল্যানে, ব্যবহারকারীরা 60 Mbps গতিতে পুরো মাসের জন্য 3300 GB ডেটার সুবিধাও পান। এই প্ল্যানের বিশেষ বিষয় হল এতে ব্যবহারকারীদের Disney+Hotstar OTT অ্যাপের বিনামূল্যে সাবস্ক্রিপশন দেওয়া হচ্ছে। কোম্পানিটি তার ব্রডব্যান্ড প্ল্যানের সাথে কলিংও অফার করে। তবে, ব্যবহারকারীদের তাদের টেলিকম সার্কেলে এই BSNL প্ল্যানগুলি পরীক্ষা করা উচিত। কারণ, এই প্ল্যানটি কিছু টেলিকম সার্কেলে উপলব্ধ নাও হতে পারে৷

আরও পড়ুন: প্রয়োজন নেই উপহারের! পরিবর্তে ভোট দিতে হবে মোদীকে, বিয়ের কার্ডে এহেন অনুরোধে হতচকিত নেটিজেনরা

এদিকে, আমরা যদি Jio Fiber-এর সবচেয়ে সস্তা প্ল্যানের বিষয়টি দেখি, সেক্ষেত্রে এটি 399 টাকায় পাওয়া যাচ্ছে। এই প্ল্যানে, ব্যবহারকারীরা 30 Mbps ইন্টারনেট ডেটা গতির সুবিধা পাবেন। ব্যবহারকারীরা এই প্ল্যানে বিনামূল্যে কল করার সুবিধাও পাবেন। তবে, এক্ষেত্রে OTT অ্যাপের সাবস্ক্রিপশন পাওয়া যায় না।

আরও পড়ুন: ১০ দিনের মধ্যেই রাশিয়া থেকে ভারতে পৌঁছবে পণ্য! পশ্চিমী দেশগুলিকে চ্যালেঞ্জ জানিয়ে মেগা প্ল্যান পুতিনের

পাশাপাশি, Airtel এক্সস্ট্রিম ফাইবার প্ল্যানের কথা বলতে গেলে, এর প্রারম্ভিক মূল্য 499 টাকা। এই প্ল্যানে ব্যবহারকারীরা 40 Mbps গতিতে ইন্টারনেটের সুবিধা পাবেন। এছাড়াও, আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধাও মিলবে। Airtel-এর এই ব্রডব্যান্ড প্ল্যানেও কোনো OTT অ্যাপের সাবস্ক্রিপশন পাওয়া যায় না।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর