এবার ‘ফ্রি’তেই পাবেন ফোন! নয়া চমক নিয়ে হাজির কোকাকোলা ফোন

বাংলাহান্ট ডেস্ক : এবার কোকাকোলা ফোন আসতে চলেছে ভারতের বাজারে। ভারতে এই ফোন লঞ্চ হবে আগামী সপ্তাহে। রিয়ালমি (realme) সাথে হাত মিলিয়ে কোকাকোলা ব্র্যান্ড এই ফোনটি লঞ্চ করতে চলেছে। চিনা স্মার্টফোন প্রস্তুতকারী এই সংস্থা realme 10 pro 5g নতুন ব্র্যান্ডিং করে ভারতে এই ফোন লঞ্চ করতে চলেছে।

এই স্মার্টফোনটি (Smartphone) ভারতে (India) লঞ্চ হয়েছিল গতবছরের ডিসেম্বর মাসে। এবার এই ফোনের পিছনে থাকবে কোকাকোলা ব্র্যান্ডিং। লাল কালো ডুয়াল টোন ফিনিশ থাকবে এই ফোনে। ৬.৭২ ইঞ্চির IPS ডিসপ্লে রয়েছে এই ফোনটিতে। এছাড়াও সর্বোচ্চ ৬৮০ NITS ব্রাইটনেস রয়েছে। এছাড়াও এই ফোনে থাকবে ১২০ Hz রিফ্রেশ রেট। ৫০০০ mAh ব্যাটারি সহ এই ফোনটিতে থাকছে snapdragon ৬৯৫ চিপ সেট।

Realme সংস্থাটি ইতিমধ্যেই প্রকাশ করেছে রিয়েল মি টেন প্রো ফাইভ জি কোকাকোলা এডিশনের টিজার। জানা গিয়েছে, ভারতে এই ফোন লঞ্চ করবে আগামী ১০ ফেব্রুয়ারি। লঞ্চ ইভেন্ট শুরু হবে এই দিন দুপুর ১২ টা ৩০ মিনিটে। এই ফোনটি বিক্রিত হবে সীমিত সংখ্যায়। ইতিমধ্যেই বুকিং শুরু হয়ে গিয়েছে রিয়েল মি টেন প্রো ফাইভ জির।

এই ফোনটি বুক করতে পারবেন রিয়েল মির অফিসিয়াল ওয়েবসাইট থেকে। সংস্থা তরফ থেকে জানা গিয়েছে, এই ফোনটি বুকিং করলে থাকবে সম্পূর্ণ বিনামূল্যে জিতে যাওয়ার সুযোগ। এন্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমের উপরে এই ফোনটিতে রয়েছে রিয়েল মি UI 4.0 স্ক্রিন। এর সাথে ফোনটিতে থাকবে ৮ জিবি RAM ও ১২৮ জিবি স্টোরেজ।

প্রাইমারি ক্যামেরা হবে ১০৮ এম পি SAMSUNG HM6 এর যুক্ত। অন্যদিকে, ১৬ এমপির ফ্রন্ট ক্যামেরা রয়েছে এই ফোনে। এই ফোনটির দাম শুরু হচ্ছে ১৮৯৯৯ টাকা থেকে। এই দামে পাওয়া যাবে ৬+১২৮ মেমোরি ভেরিয়েন্ট। ৮+১২৮ স্টোরেজের দাম পড়বে ১৯৯৯৯ টাকা।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর