বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে দেশের সবথেকে আলোচিত ট্রেন হল বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। এই ট্রেনটিকে ঘিরে সমগ্র দেশজুড়েই চরম আগ্রহ পরিলক্ষিত হয়েছে। পাশাপাশি যাত্রীদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখেই এই ট্রেনটিকে নিয়ে এসেছে রেল (Indian Railways)। আর সেই কারণেই অল্প কিছুদিনের মধ্যেই যাত্রীদের কাছেও জনপ্রিয় হয়ে উঠেছে এই অত্যাধুনিক সেমি-হাই স্পিড ট্রেনটি।
ইতিমধ্যেই, দেশের বিভিন্ন জায়গায় চলাচল শুরু করেছে বন্দে ভারত। সেই রেশ বজায় রেখেই আমাদের রাজ্যেও সফর শুরু হয়েছে তিনটি বন্দে ভারত এক্সপ্রেসের। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, সাম্প্রতিক সময়ে দেশের রেলপথকে আরও উন্নত এবং গতিশীল করে তুলতে একের পর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে রেলের তরফে।
পাশাপাশি, এই পদক্ষেপগুলির দিকে নজর রাখছে কেন্দ্রও। মূলত, রেলের ক্রমবর্ধমান যাত্রীদের সঠিকভাবে পরিষেবা দেওয়াটাই এখন প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। ঠিক এই আবহেই দেশের একের পর এক রাজ্যে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালু করে কার্যত রেকর্ড গড়েছে মোদী সরকার। আর এর ফলে প্রত্যক্ষভাবে লাভবান হচ্ছেন যাত্রীরা।
তবে, এবার একটি বড়সড় তথ্য সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এবার যাত্রীদের সুবিধার্থে খুব দ্রুত শুরু হতে চলেছে বন্দে ভারত স্লিপার ট্রেন। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, ইতিমধ্যেই এই প্রসঙ্গে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবও ইঙ্গিত দিয়েছেন। এমতাবস্থায়, বন্দে ভারত স্লিপার ট্রেন শুরু হলে যাত্রীরা যে আরও লাভবান হবেন তা আর বলার অপেক্ষা রাখে না।
মূলত, বন্দে ভারতের জনপ্রিয়তা দেখে খুব শীঘ্রই এবার বন্দে ভারত স্লিপার ট্রেন নিয়ে আসার ব্যাপারে ভাবনা চিন্তা শুরু করেছে রেল। এছাড়াও, এই ট্রেনের রুট সম্পর্কেও কিছু তথ্য সামনে এসেছে। রেল সূত্রের খবর অনুযায়ী, রাজধানী এক্সপ্রেসের রুটেই বন্দে ভারত স্লিপার ট্রেন চালানোর কথা ভাবছে রেল।
কবে আসছে এই ট্রেন: এদিকে, এই স্লিপার ট্রেনের প্রসঙ্গে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন যে, ২০২৪ অর্থাৎ আগামী বছরের মার্চ মাসের মধ্যেই এই ট্রেনের দেখা মিলবে। উল্লেখ্য যে, চেন্নাইয়ে স্থিত ইন্ট্রিগ্রাল কোচ ফ্যাক্টরিতে বন্দে ভারত স্লিপার ট্রেনের ডিজাইন তৈরি করা হচ্ছে বলেও জানা গিয়েছে।