পৃথিবী ক্রমশই বিপদের দিকে এগিয়ে যাচ্ছে। এই সতর্ক বানী অনেক আগে থেকেই দিয়েছিলেন বিজ্ঞানীরা। এমনকি আশঙ্কাও ছিল মারাত্মক। কিন্তু এবার সেই আশঙ্কা কার্যত সত্য়ি হতে চলেছে। কারণ, পৃথিবীর খুব কাছে এগিয়ে আসছে বেশ কয়েকটি ছোটখাট গ্রহানু, এমনটাই বলছেন বিজ্ঞানীরা। শুধু কাছে এগিয়ে আসাই নয়। এই সমস্ত গ্রহানুগুলি পৃথিবীকে অতিক্রম করবে বলেও শোনা যাচ্ছে।
মোট তেরটি গ্রহ পৃথিবীকে অতিক্রম করার কথা। যার মধ্যে এখনও অবধি গ্রহাণু ২০১৯ এক্সওয়াই, গ্রহাণু ২০১৯ এক্সবি এবং ২০১৯ ডব্লিউটি ৩ চারটি পার করে ফেলেছে। বাকি রয়েছে নয়টি গ্রহানু। তবে আপাতত হাঁকডাক করা হলেও সেই গ্রহানু গুলি যে খুব একটা ক্ষতিকর নয় এমনটাই শোনা যাচ্ছে।
কারণ, তাঁর পৃথিবীর কাছাকাছি এসে ক্ষমতা হারাতে পারে। কিন্তু এই গ্রহানুগুলির মধ্যে ২০১৯ এক্সএফ খুবই ক্ষমতা সম্পন্ন। এমনকি এটির গতিবেগও অনেক বেশি। যেটি ১৮ ডিসেম্বরের মধ্যে পৃথিবীর ওপর চলে আসবে বলে আশঙ্কা করা হচ্ছে। উল্লেখ্য, চলতি বছরের আগষ্ট মাসেও এরকম গ্রহানু আছড়ে পড়ার সম্ভাবনা জানা গিয়েছলি।
যদিও সেগুলির থেকে রেহাই পেয়েছে পৃথিবী। তবে এবারেও বেঁচে গেলে কিন্তু পরে আবার বড়সড় ঝড়ের মুখোমুখি হতে পারে বিশ্ব। কারণ, ২০২৭-এর মধ্যে এক বিরাট গ্রহানু পৃথিবীতে ধেয়ে আসার সম্ভাবনা রয়েছে।