লাগবে না কোনও প্রসেসিং ফি বা গ্যারান্টি, স্বল্প সুদে ৫০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দিচ্ছে ফেসবুক

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় সময় কাটাতে ভালোবাসেন প্রায় সকলেই। যার মধ্যে অন্যতম প্ল্যাটফর্ম হল ফেসবুক। বেশিরভাগ সময়েই আমাদের চিন্তাভাবনার পাশাপাশি, আনন্দঘন মুহূর্তের ছবি আমরা শেয়ার করি ফেসবুকে। কিন্তু এটা কি জানেন যে, ফেসবুক থেকে আপনার ব্যবসায়িক প্রয়োজনে আপনি লোনও নিতে পারেন?

হ্যাঁ, অদ্ভুত মনে হলেও এটাই সত্যি! আপনি কোনও গ্যারান্টি ছাড়াই ফেসবুক থেকে ৫০ লক্ষ টাকা পর্যন্ত লোন নিতে পারেন খুব সহজেই। ইতিমধ্যেই ফেসবুক “Small Business Loan Initiative” শুরু করেছে। এই কারণে, সংস্থাটি Indifi-এর সাথে পার্টনারশিপও শুরু করেছে।

   

এর আগে ফেসবুক শুধুমাত্র ২০০ টি শহরে লোন সার্ভিস চালু করেছিল। কিন্তু, এখন এটি ৩২৯ টি শহরে সম্প্রসারিত হয়েছে। এখান থেকে ঋণের জন্য আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। পাশাপাশি, ঋণ পাওয়ার জন্য কোনো প্রসেসিং ফিও নেওয়া হয় না।

তবে, Facebook বা Meta নিজে কোনো ঋণ দেয় না কিন্তু Indifi সংস্থা মারফত ঋণের সুবিধা প্রদান করে। এর মাধ্যমে ২ লক্ষ টাকা থেকে ৫০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে। এমনকি, ঋণের জন্য আপনাকে কিছু বন্ধকও রাখতে হবে না।

এই ঋণে ১৭ থেকে ২০ শতাংশ হারে বার্ষিক সুদ দিতে হবে। পাশাপাশি, মহিলা উদ্যোক্তারা সুদের হারে ০.২% হারে ছাড় পাবেন। একবার আপনার ঋণ অনুমোদন হয়ে গেলে, আপনি মাত্র একদিনের মধ্যেই সেটি সম্পর্কে নিশ্চিত হতে পারবেন। বাকি নথিগুলির কাজ মাত্র ৩ দিনের মধ্যে সম্পন্ন হয়ে যাবে।

MONEY NEWS 1 5

তবে, এই ঋণের জন্য দু’টি শর্ত দিয়েছে ফেসবুক। প্রথমত, এই ঋণের জন্য আবেদনকারীর ব্যবসা তার পরিষেবা নেটওয়ার্ক সহ দেশের যে কোনো শহরে হতে হবে। দ্বিতীয় শর্তটি হল, কমপক্ষে গত ৬ মাস ধরে মেটা বা ফেসবুক সম্পর্কিত যে কোনও অ্যাপের সাথে সংযুক্ত থাকতে হবে এবং সেখানে ব্যবসার বিজ্ঞাপন দিতে হবে। এই কর্মসূচির আওতায় শুধু ক্ষুদ্র উদ্যোক্তারাই ঋণের সুবিধা পাবেন।

এখান থেকে ঋণের জন্য আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। এর জন্য প্রথমে “Facebook Small Business Loans Initiative” পেজে যেতে হবে। সেখান থেকে “Apply Now”-তে ক্লিক করলে আপনার সামনে একটি ফর্ম খুলবে। এটিতে আপনাকে আপনার ব্যবসা সম্পর্কিত আরও কিছু তথ্য দিতে হবে। সমস্ত তথ্য নির্ভুল ভাবে জমা দেওয়ার পর আপনি ঋণের জন্য যোগ্য বলে বিবেচিত হলে, সংস্থাটি আপনার সাথে যোগাযোগ করবে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর