সুখবর! এবার ১৫ বছর পর্যন্ত ভুলে যান Toll Tax-এর চিন্তা, বড় পদক্ষেপের পথে সরকার

বাংলা হান্ট ডেস্ক: দেশের এক্সপ্রেসওয়ে এবং হাইওয়ে দিয়ে সফরের সময়ে দিতে হয় টোল ট্যাক্স (Toll Tax)। ইতিমধ্যেই সহজে টোল ট্যাক্স প্রদানের লক্ষ্যে ব্যবহার করা হচ্ছে FASTag। যদিও, এখনও এমন অনেকেই রয়েছেন যাঁরা FASTag রিচার্জ না করে লাইনে দাঁড়িয়েই স্লিপ কেটে টোল ট্যাক্স প্রদান করেন। যার ফলে টোল প্লাজাগুলিতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এর ফলে সময়ও নষ্ট হয়। এদিকে, যাঁরা টোল ট্যাক্স দেওয়ার কারণে FASTag ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে তাঁদের মনে করে বারংবার রিচার্জ করতে হয়।

Toll Tax নিয়ে বড় পদক্ষেপের পথে সরকার:

তবে, এবার একটি বড় আপডেট সামনে এসেছে। যেটি নিঃসন্দেহে গাড়ি চালকদের জন্য সুখবর হিসেবে বিবেচিত হবে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ভারত সরকার এমন একটি স্কিম নিয়ে আশার পরিকল্পনা করছে যেটির মাধ্যমে শুধুমাত্র হাইওয়েতে সফর করা সহজই হবে না, এর পাশাপাশি টোল ট্যাক্সের (Toll Tax) বিষয়টি সস্তাও হবে। আসলে, কেন্দ্রীয় সরকার প্রাইভেট গাড়ির জন্য বার্ষিক এবং লাইফটাইম টোল পাসের সুবিধা শুরু করার পরিকল্পনা করছে। এর ফলে আর বারবার FASTag রিচার্জ করতে হবে না। বর্তমান প্রতিবেদনে আজ আমরা এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি।

Now forget about Toll Tax for 15 years.

আসলে, সরকার জাতীয় সড়ক এবং এক্সপ্রেসওয়েতে টোল ট্যাক্স প্রদানের বিষয়টি সহজ করতে প্রাইভেট গাড়ির জন্য জন্য বার্ষিক এবং লাইফটাইম টোল পাসের প্রস্তাব করেছে। এই পরিকল্পনাটি সেই সমস্ত ব্যক্তিদের জন্য উপকারী হবে যাঁরা প্রায়শই হাইওয়ে এবং এক্সপ্রেসওয়েতে সফর করেন। এই স্কিম অনুসারে, এককালীন অর্থ প্রদান করে আপনি ১ বছরের জন্য বা সারা জীবনের জন্য টোল ট্যাক্সের (Toll Tax) হাত থেকে মুক্ত হতে পারবেন।

বার্ষিক এবং লাইফটাইম টোলের খরচ: রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, সরকার বার্ষিক টোল পাসের মূল্য ৩,০০০ টাকা নির্ধারণ করেছে। এই পাস কেনার পরে, আপনি নিশ্চিন্তে ছাড়াই সারা বছর জাতীয় সড়ক এবং এক্সপ্রেসওয়েতে ভ্রমণ করতে পারবেন। শুধু তাই নয়, ১৫ বছরের বৈধতার সাথে লাইফটাইম টোল পাসও পাওয়া যাবে। যার মূল্য ৩০,০০০ টাকা। যাঁরা দীর্ঘ সময়ের জন্য টোল ট্যাক্স (Toll Tax) থেকে মুক্তি পেতে চান তাঁদের জন্য এই বিকল্পটি উপকারী হিসেবে বিবেচিত হবে।

আরও পড়ুন: কেন এই “অচেনা” ব্যক্তির জন্য ৫০০ কোটি টাকা রেখেছিলেন রতন টাটা? জানলে চমকে উঠবেন

কিভাবে এই সিস্টেম কাজ করবে: এই নতুন সিস্টেমটি বিদ্যমান FASTag-এর সাথে সংযুক্ত হবে। অর্থাৎ নতুন কোনও কার্ড কিনতে হবে না। আপনার বার্ষিক বা লাইফটাইম পাস আপনার FASTag অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা হবে। এমতাবস্থায়, আপনি যখন টোল প্লাজা অতিক্রম করবেন তখন টোল (Toll Tax) স্বয়ংক্রিয়ভাবে কেটে নেওয়া হবে।

বার্ষিক এবং লাইফটাইম পাস থেকে কি কি সুবিধা মিলবে: এর মাধ্যমে আপনি ঘন ঘন রিচার্জ করার ঝামেলা এবং খরচ থেকে মুক্তি পাবেন। এর পাশাপাশি টোল প্লাজায় যানজটও কম হবে। এছাড়াও, টোল পরিশোধ প্রক্রিয়া সহজ হবে।

আরও পড়ুন: কৃত্রিম বুদ্ধিমত্তার দুনিয়ায় এবার দাপট দেখাবে ভারত! তৈরি হল AI ল্যাব

মাসিক পাসের তুলনায় বার্ষিক ও লাইফটাইম পাস সুবিধাজনক হবে: জানিয়ে রাখি, বর্তমানে ব্যক্তিগত গাড়ির জন্য মাসিক পাস ৩৪০ টাকা তবে এটি শুধুমাত্র একটি টোল প্লাজায় বৈধ। এদিকে, ৩,০০০ টাকায় আপনি সারা দেশের হাইওয়ে এবং এক্সপ্রেসওয়েতে ১ বছরের জন্য অফুরন্ত ভ্রমণের সুবিধা পাবেন। এমতাবস্থায়, এই স্কিমটি মাসিক পাসের তুলনায় অনেক সস্তা হিসেবে বিবেচিত হবে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর