শহরে পাকড়াও নাসার ভুয়ো মহিলা এজেন্ট, উদ্ধার নগদ টাকা ও বেশকিছু নথি

বাংলাহান্ট ডেস্কঃ বাংলা থেকে একের পর এক ভুয়ো আধিকারিক প্রকাশ্যে আসছে। কখনও ভুয়ো আইএএস, আইপিএস, সিবিআই অফিসার আবার কখনও ভুয়ো আইনজীবী, মানবাধিকার কর্মী। এরপর প্রকাশ্যে এল ভুয়ো নাসার এজেন্ট (fake nasa agent)। ধরা পড়তেই উদ্ধার হল নগদ ২২ হাজার টাকা ও বেশ কয়েকটি নথি।

সূত্রের খবর, দমদম নিবাসী মধুমিতা সাহা নামে এক মহিলার নামে বৃহস্পতিবার নারায়ণপুর থানায় অভিযোগ দায়ের করেন হরিয়ানার বাসিন্দা নরেন্দ্র সিং নামে এক ব্যক্তি। তাঁর কাছ থেকে মধুমিতা সাহা, দফায় দফায় লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ করেছেন ওই ব্যক্তি।

   

bkvbk

নরেন্দ্র সিং অভিযোগ করেছেন, স্যোশাল মিডিয়ায় মাধ্যমে মধুমিতা সাহার সঙ্গে আলাপ হয় তাঁর এবং মধুমিতা নিজেকে নাসার এজেন্ট বলে পরিচয় দিয়েছিলেন। নিজেকে নাসার সুপার অ্যান্টিক মেটাল ডেলিভারি এজেন্ট পরিচয় দিয়ে বলেছিলেন, কম পয়সায় সুপার অ্যান্টিক মেটাল কিনে নাসাতে ডেলিভারি করা হবে।

অভিযোগকারী আরও জানিয়েছেন, এইভাবে বিভিন্ন ইনভেস্টর বেছে নিয়ে তাঁদের থেকে টাকা নিয়ে, মেটাল ডেলিভারির পর লাভের অংশ অর্থাৎ বিনিয়োগের প্রায় দ্বিগুণ অর্থ ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেয়। এই লোভ দেখিয়ে প্রতিবার নারায়ণপুর থানা এলাকার ডিরোজিও কলেজের কাছে একটি জায়গায় তাঁর থেকে মোটা টাকা হাতিয়ে নেয় মধুমিতা সাহা।

টাকা নেওয়ার পর, আর কোন যোগাযোগ রাখেনি মধুমিতা সাহা। এরপর সন্দেহের বশে থানায় অভিযোগ করেন নরেন্দ্র সিং। ঘটনার গুরুত্ব বুঝে সঙ্গে সঙ্গেই অ্যাকশন নেয় পুলিশ। নিউটাউন থেকে মধুমিতাকে গ্রেফতার করার সঙ্গে নগদ ২২ হাজার টাকা ও বেশকিছু নথি উদ্ধার করা হয়। জানা গিয়েছে, ধৃতদের ব্যারাকপুর আদালতে নিয়ে ১৪ দিনের জেল হেফাজতে রাখা হবে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর