VI-র বাম্পার অফার! এবার ৫০০ টাকার কমেই পেয়ে যান 100GB-রও বেশি ডেটা এবং এতকিছু

বাংলা হান্ট ডেস্ক: আমাদের দেশে যতগুলি টেলিকম সংস্থা বর্তমানে রয়েছে তাদের মধ্যে অন্যতম একটি হল Vodafone-Idea বা Vi। পাশাপাশি, প্রায়শই এই সংস্থা সময়ের সাথে তাল মিলিয়ে এবং গ্রাহকদের কথা মাথায় রেখে বিভিন্ন নিত্য-নতুন প্ল্যান নিয়ে আসে। সেই রেশ বজায় রেখেই এবার ব্যবহারকারীদের জন্য একটি আশ্চর্যজনক পরিবর্তন করেছে সংস্থা। যার ফলে নিঃসন্দেহে লাভবান হবেন গ্রাহকেরা।

জানা গিয়েছে Vi ইতিমধ্যেই তার দু’টি জনপ্রিয় ৫০০ টাকার নিচের প্রিপেইড প্ল্যানগুলিতে বড় পরিবর্তন করেছে। যার কারণে ব্যবহারকারীরা একই দামের ভিত্তিতে সেই প্ল্যানগুলিতে আরও সুবিধা পাচ্ছেন। বর্তমান প্রতিবেদনে সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য তুলে ধরা হল।

Vodafone-Idea-এই প্ল্যানগুলির সুবিধা বাড়িয়েছে:- জানা গিয়েছে যে, ইতিমধ্যেই Vi তার ৪০৯ টাকার প্রিপেইড প্ল্যান এবং ৪৭৫ টাকার প্রিপেইড প্ল্যানের ডেটা সুবিধা বাড়িয়েছে। আসুন, এখন জেনে নেওয়া যাক এই প্ল্যানগুলি সবমিলিয়ে কি কি সুবিধা গ্রাহকদের প্রদান করছে।

Vi-এর ৪৭৫ টাকার প্ল্যান:- Vi-এর ৪৭৫ টাকার প্রিপেইড প্ল্যানটি ২৮ দিনের বৈধতার সাথে উপলব্ধ থাকে। এই প্ল্যানে, ব্যবহারকারীদের প্রতিদিন 4GB ডেটার সুবিধা দেওয়া হচ্ছে। যার সহজ অর্থ হল এই প্ল্যানটি ব্যবহারকারীকে মোট 112GB ডেটার সুবিধা দিচ্ছে। এছাড়াও, প্রতিদিন 100 টি SMS এবং যে কোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলিংয়ের পাশাপাশি, এই প্ল্যানটি আপনাকে Vi Movies and TV অ্যাপ ও কোম্পানির বিশেষ উইকএন্ড ডেটা রোলওভার সহ Binge All Night Benefits-এর সুবিধাও দেয়।

bloombergquint 2020 10 ad65118e 2695 474c 8023 53fe881859ec Exterior of Vodafone Idea store Photographer Vijay Sartape BloombergQuint 061020 1

Vi-এর ৪০৯ টাকার প্ল্যান:- ৪৭৫ টাকার প্ল্যানের থেকে ৬৬ টাকা সস্তা Vi-এর ৪০৯ টাকার প্ল্যানের সাহায্যে গ্রাহকেরা যে কোনো নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন 100 টি SMS-এর সুবিধা পাবেন। সর্বোপরি, এই প্ল্যানে প্রতিদিন 3.5GB ডেটা ব্যবহার করা যাবে। এই প্ল্যানের বৈধতাও হল ২৮ দিন এবং এর মধ্যেও আপনাকে Vodafone Idea-র বিশেষ উইকএন্ড ডেটা রোলওভার এবং Binge All Night Benefits-এর সুবিধা দেওয়া হচ্ছে। উল্লেখ্য যে, এই প্ল্যানের সাহায্যে গ্রাহকেরা Vi Movies and TV-র মেম্বারশিপও পেয়ে যাবেন।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর