বাংলা হান্ট ডেস্ক: বর্তমান আধুনিক সময়ে প্রতিনিয়তই পরিবর্তিত হচ্ছে সবকিছু। যার জেরে প্রত্যক্ষভাবে লাভবান হচ্ছেন মানুষ। শুধু তাই নয়, প্রযুক্তিগত ক্ষেত্রেও নিত্যনতুন পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে। যেগুলির সাথে ক্রমশ অভ্যস্ত হচ্ছেন সবাই। এমতাবস্থায়, বর্তমান প্রতিবেদনে আজ আমরা ঠিক সেইরকমই এক বিষয়ের প্রসঙ্গ উপস্থাপিত করব। উল্লেখ্য যে, স্মার্টফোন (Smartphone) আমরা সকলেই ব্যবহার করি। তবে, ব্যবহারের সুবিধার্থে এই ডিভাইসে বিভিন্ন রূপান্তর ঘটেছে।
শুধু তাই নয়, যুগের সাথে পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছে eSIM কার্ডের ব্যবহার। এমনিতে, ফোনে অধিকাংশ ক্ষেত্রেই ফিজিক্যাল সিমের ব্যবহার আমরা পরিলক্ষিত করেছি। কিন্তু, এখন সেই জায়গায় প্রভাব বিস্তার করছে eSIM কার্ড। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ফিজিক্যাল সিম থেকে eSIM-এ স্যুইচ করা বেশ সহজ।
তবে, অনেক সময় দেখা যায় যে এক মোবাইল থেকে অন্য মোবাইলে eSIM স্থানান্তর করতে গিয়ে বিভিন্ন অসুবিধের সম্মুখীন হতে হয়। আর সেই কারণে মোবাইল পরিবর্তনের সময় সমস্যা ঘটে। তবে, এবার একটি বড় তথ্য সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, Google এবার একটি বড় ঘোষণা করেছে।
আরও পড়ুন: ইশারায় হবে কাজ! অসম্ভবকে সম্ভব করে মানুষের মস্তিষ্কে সফলভাবে চিপ বসালো মাস্কের Neuralink
এই টুল চালু করেছে Google: গত মাসে অনুষ্ঠিত মোবাইল কনফারেন্সে, Google একটি বড় বিষয় উপস্থাপিত করে। যেখানে Google-এর তরফে জানানো হয় যে, তারা একটি বিশেষ টুল আনছে যেটি দ্রুত বাজারে নিয়ে আসা হতে পারে। তারপর থেকেই এই বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।
এদিকে আরেকটি উল্লেখযোগ্য বিষয় হল, ইতিমধ্যেই এই টুলটি Google-এর নতুন ফোন অর্থাৎ Pixel 8-এ দেখা গেছে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি, এই ফিচারটি ব্যবহার করে, আপনি আপনার পুরোনো Pixel ফোন থেকে eSIM পরিবর্তন করতে পারেন এবং সেটি একটি নতুন ফোনে রাখতে পারেন। এমতাবস্থায়, সবাই আশা করছে যে এই ফিচারটি অন্যান্য ফোনের জন্যও উপলব্ধ হতে পারে। অর্থাৎ, eSIM ট্রান্সফার করা এবার সহজ হয়ে যাবে।