এবার Flipkart থেকে কেনা যাবে Hero-র ইলেকট্রিক স্কুটার! এটির দাম এবং ফিচার্স জানলে অবাক হবেন

বাংলা হান্ট ডেস্ক: আমাদের দেশে অনলাইন শপিংয়ের (Online Shopping) ক্রেজ দিন দিন বাড়ছে। কারণ, এর মাধ্যমে সবাই বাড়িতে বসেই তাঁদের পছন্দের জিনিস হাতে পেয়ে যাচ্ছেন। তবে, ই-কমার্স ওয়েবসাইটগুলিতে এতদিন যাবৎ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র পাওয়া গেলেও এবার সেই তালিকায় যুক্ত হল বৈদ্যুতিক স্কুটারও (Electric Sccoter)।

হ্যাঁ, প্রথমে বিষয়টি শুনে কিছুটা অবাক হয়ে গেলেও, এবার ঠিক এই ঘটনাই ঘটেছে। মূলত, এবার জনপ্রিয় ই-কমার্স ওয়েবসাইট Flipkart তার গ্রাহকদের সুবিধার্থে অনলাইনে ই-স্কুটার বিক্রির বিষয়টি শুরু করেছে। যেখানে গ্রাহকেরা খুব সহজেই Hero Vida V1-এর দু’টি ভেরিয়েন্ট বাড়িতে বসেই বুক করতে পারবেন। পাশাপাশি, এই ই-স্কুটারটি কেনার জন্য Flipkart-এর তরফে আকর্ষণীয় অফারও দেওয়া হচ্ছে।

   

Flipkart থেকে কিনুন ইলেকট্রিক স্কুটার: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, Hero-র যে দু’টি ইলেকট্রিক স্কুটার Flipkart-এ বিক্রির জন্য তালিকাভুক্ত করা হয়েছে সেগুলির মধ্যে রয়েছে Vida V1 Plus এবং Vida V1 Pro। এর মধ্যে Vida V1 Plus-এ রয়েছে একটি 3.44 kWh-এর ব্যাটারি। যা সম্পূর্ণ চার্জে 143 কিমি রেঞ্জ প্রদান করে। অপরদিকে, V1 Pro-তে রয়েছে একটি 3.94 kwh-এর ব্যাটারি। যার সাহায্যে ই-স্কুটারটি 165 কিমি দূরত্ব অতিক্রম করতে পারে।

এই দু’টি বৈদ্যুতিক স্কুটারেই একটি 6 kwh-এর বৈদ্যুতিক মোটর রয়েছে। যেটি প্রতি ঘন্টায় 80 কিলোমিটারের সর্বোচ্চ গতি প্রদান করতে সক্ষম। এদিকে, আমরা যদি এই ই-স্কুটারগুলির দামের কথা বলি সেক্ষেত্রে Vida V1 Plus বৈদ্যুতিক স্কুটারটি 1.45 লক্ষ টাকায় এবং V1 Pro 1.59 লক্ষ টাকায় কেনা যাবে।

whatsapp image 2023 04 22 at 3.59.37 pm

প্রসঙ্গত উল্লেখ্য যে, আপনি যদি Flipkart থেকে এই বৈদ্যুতিক স্কুটারগুলি কিনে থাকেন সেক্ষেত্রে আপনি SBI-এর ক্রেডিট বা ডেবিট কার্ড ব্যবহার করে 10 শতাংশ ছাড় পেতে পারেন। এর পাশাপাশি, বৈদ্যুতিক স্কুটার কেনার উপর ক্যাশব্যাক অফারও দেওয়া হচ্ছে। যার মাধ্যমে আপনি সহজেই এই স্কুটারগুলি কিনতে পারেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর