বাংলা হান্ট ডেস্কঃ একের পর এক দুৰ্নীতির অভিযোগে বিগত কয়েকদিন ধরেই শিরোনামে রয়েছেন রাজ্যের সিভিক ভলান্টিয়ররা (Civic-Volunteer)। বিশেষ করে আরজিকর কান্ডে সিভিক ভলান্টিয়রের (Civic-Volunteer) নাম জড়ানোর পর থেকেই সামনে আসতে শুরু করছে রাজ্যের বিভিন্ন প্রান্তের সিভিকদের নানান কুকীর্তির কথা।
মুর্শিদাবাদে তরুণীকে নির্যাতনের অভিযোগ সিভিকের (Civic-Volunteer) বিরুদ্ধে
তাছাড়া আরজিকরকান্ডে সিভিক ভলান্টিয়রের নাম জড়ানোর পরেই আদালতের প্রশ্নের মুখে পড়েছিল রাজ্যের সিভিকদের ভূমিকা। এরই মধ্যে এবার মুর্শিদাবাদের ডোমকল থেকে উঠল আরও এক ভয়ঙ্কর অভিযোগ। এক মহিলাকে ব্ল্যাকমেইল করে একাধিকবার সহবাসের অভিযোগ উঠল মুর্শিদাবাদের ডোমকল থানা এলাকার এক ভলান্টিয়রের বিরুদ্ধে।
ব্ল্যাকমেইল করে একাধিকবার সহবাসের পাশাপাশি ওই সিভিকের বিরুদ্ধে নির্যাতিতার নগ্ন ছবি এবং ভিডিও ভাইরাল করে দেওয়ার অভিযোগ উঠেছে। সূত্রের খবর মুর্শিদাবাদের ওই গুণধর সিভিক ভলান্টিয়র এক মহিলাকে নগ্ন করে তার ছবি এবং ভিডিও তুলে নিয়েছিল। তারপর ঐ সমস্ত ভিডিও এবং ছবি দেখিয়েই মহিলাকে দিনের পর দিন ব্ল্যাকমেইল করে তার সাথে সহবাস করতে থাকে সে।
আরও পড়ুন: জেল থেকে ফিরেছেন আগেই, এবার পুলিশ পাহাড়ায় ভাঙড়ে আরাবুল
কিন্তু পরে শুধু ব্ল্যাকমেইলই নয়, ওই সিভিক মহিলার সমস্ত ছবি ভিডিও ভাইরাল করে দেয় সোশ্যাল মিডিয়ায়। তারপরেই ওই মহিলা সিভিকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করতে আসেন। তবে জানা যাচ্ছে, অভিযোগ করার পরেও নাকি সে একই কাজ করে চলেছে।
নির্যাতিতার দাবি, ‘গত একবছর সে আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করে। আমায় বলেছিল বিয়ে করব। কিন্তু করেনি। নতুন করে শারীরিক সম্পর্ক করে। এরপর আমার ছবিগুলো ভাইরাল করে দিয়েছে। সেই কারণে আমি অভিযোগ করতে এসেছি’।