ঘুম উড়ল Vi, Jio-র! এবার Airtel-এর এই দুর্দান্ত প্ল্যানে এক রিচার্জেই চলবে ৫ জনের ফোন

বাংলা হান্ট ডেস্ক: যুগের সাথে তাল মিলিয়ে এবং গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে একের পর এক দুর্দান্ত রিচার্জ প্ল্যান (Recharge Plans) সামনে নিয়ে আসে টেলিকম সংস্থাগুলি। এমতাবস্থায়, সেগুলিতে থাকা বিভিন্ন সুবিধা খুব সহজেই আকৃষ্ট করে গ্রাহকদের। তবে, এবার Vi, Jio-র মত টেলিকম সংস্থাগুলিকে কড়া টক্কর দিয়ে এক দুর্দান্ত প্ল্যান উপস্থাপিত করেছে Airtel। যেটির সম্পর্কে জানার পর অবাক হয়ে যাবেন সকলেই।

বর্তমানে আমাদের সবাইকেই আলাদা আলাদা ভাবে রিচার্জ প্ল্যানগুলি কিনতে হয়। কিন্তু, এবার Airtel তার পোস্টপেড ব্যবহারকারীদের জন্য একটি ফ্যামিলি প্ল্যান নিয়ে এসেছে। যার মাধ্যমে একাধিকজন ওই রিচার্জ প্ল্যানের সুবিধা নিতে পারবেন। মূলত, Airtel-এর এই প্ল্যানটি একইসাথে ৫ জন ব্যবহারকারী ব্যবহার করতে পারবেন। অর্থাৎ, আপনি আপনার পুরো পরিবারের জন্যই এই প্ল্যানটি নিতে পারেন। সেক্ষেত্রে, প্রত্যেকেই ডেটা, কলিং এবং অন্যান্য সুবিধা পাবেন। অর্থাৎ, আর এককভাবে রিচার্জের কোনো দরকার পড়বে না।

দাম কত: আমরা প্রথমেই জানিয়েছি এই প্ল্যানটি Airtel-এর পোস্টপেড ব্যবহারকারীদের জন্য উপলব্ধ রয়েছে। এমতাবস্থায়, এই বিশেষ রিচার্জ প্ল্যানটির দাম হল ১,৪৯৯ টাকা।

কি কি সুবিধা মিলবে: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, এই রিচার্জ প্ল্যানে একজন রেগুলার ব্যবহারকারীর পাশাপাশি অন্যান্য ৪ ফ্যামিলি অ্যাড-অনসের বিকল্প মিলবে। এছাড়াও, এই রিচার্জ প্ল্যানে ২০০ GB ডেটা মিলবে। অপরদিকে অ্যাড-অন ব্যবহারকারীদের জন্য পৃথকভাবে ৩০ GB ডেটা পাওয়া যাবে। এর পাশাপাশি, এই প্ল্যানে ২০০ GB ডেটা রোলওভারের সুবিধাও মিলবে।

NEW AIRTEL

এছাড়া, ব্যবহারকারীরা আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রত্যেকদিন ১০০ টি SMS-এর সুবিধা পাবেন। শুধু তাই নয়, এই প্ল্যানে ব্যবহারকারীরা পাবেন কিছু অ্যাডিশনাল বেনিফিটও। যার মধ্যে থাকছে Netflix-এর স্ট্যান্ডার্ড মান্থলি সাবস্ক্রিপশন। পাশাপাশি, মিলবে ৬ মাসের জন্য Amazon Prime-এর মেম্বারশিপ এবং ১ বছরের জন্য Disney+Hotstar-এর সাবস্ক্রিপশন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর