বাংলা হান্ট ডেস্ক: জম্মু ও কাশ্মীরের পহেলগাঁও-তে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার পর পাকিস্তানকে একের পর এক বড় ধাক্কা দিচ্ছে ভারত (India)। ইতিমধ্যেই সিন্ধু জল চুক্তি বাতিলের ঘোষণা করেছে ভারত সরকার। এবার এই সিদ্ধান্তের বাস্তবায়ন শুরু হয়েছে। PTI-এর খবরে বলা হয়েছে, সরকার চন্দ্রভাগা নদীর ওপর নির্মিত বাগলিহার বাঁধের মাধ্যমে ওই নদীর জল আটকে দিয়েছে। পাশাপাশি, ঝিলাম নদীর ওপর নির্মিত কিষাণগঙ্গা বাঁধের মাধ্যমেও একই ধরণের ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।
পাকিস্তানকে ফের ধাক্কা দিল ভারত (India):
জানিয়ে রাখি যে, জম্মুর রামবানে অবস্থিত বাগলিহার বাঁধ এবং উত্তর কাশ্মীরের কিষাণগঙ্গা বাঁধ ওই নদীগুলির ক্ষেত্রে ভারতকে (India) পাকিস্তানের তুলনায় ভালো অবস্থানে রেখেছে। ভারত সরকার এই বাঁধগুলির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে এবং এর পাশাপাশি এই বাঁধগুলি ভারতকে এই নদীগুলিতে জল সঞ্চয় এবং জল ছেড়ে দেওয়ার ক্ষমতাও প্রদান করে।
প্রসঙ্গত উল্লেখ্য যে, বাগলিহার বাঁধ দীর্ঘদিন ধরে ভারত (India) ও পাকিস্তানের মধ্যে বিরোধের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই বাঁধ নির্মাণের সময়ে পাকিস্তান বিশ্বব্যাঙ্কের মধ্যস্থতা চেয়েছিল। এছাড়াও, কিষাণগঙ্গা বাঁধ নিয়ে পাকিস্তানের আপত্তিও রয়েছে। বিশেষ করে ঝিলামের উপনদী নীলম নদীর ওপর এর প্রভাবের কারণেই পাকিস্তান আপত্তি জানিয়েছিল।
আরও পড়ুন: IPL-এ খেলতে পাকিস্তান থেকে আসছেন ক্রিকেটার! যোগ দেবেন এই দলে
জানিয়ে রাখি যে, ভারত (India) থেকে পাকিস্তানে প্রবাহিত এই নদীগুলিকে উভয় দেশেরই “লাইফলাইন” হিসেবে বিবেচনা করা হয়। কারণ, দুই দেশের সমভূমিতে বসবাসকারী মানুষ কৃষিকাজের জন্য সম্পূর্ণরূপে এই নদীর ওপর নির্ভরশীল। আর এই বিষয়টি মাথায় রেখেই ভারত প্রথম থেকেই পাকিস্তানকে প্রচুর পরিমাণে জল সরবরাহ করে আসছে। এমনকি সিন্ধু জল বন্টন চুক্তিতে, নদীগুলির ওপর আরও নিয়ন্ত্রণ থাকা সত্বেও, ভারত পাকিস্তানকে জল দিতে সম্মত হয়েছিল।
আরও পড়ুন: কড়া অ্যাকশন ভারতের! দিল্লির এই ১২ টি পদক্ষেপই কোণঠাসা করবে ইসলামাবাদকে
তবে, সম্প্রতি পহেলগাঁও-তে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার পর, ভারত (India) সরকারের ধৈর্যের বাঁধ ভেঙে যায় এবং সরকার সিন্ধু জল চুক্তি বাতিল করে। এরপর থেকে পাকিস্তানের অনেক নেতাই অযৌক্তিক বক্তব্য দিতে শুরু করেছেন। তবে ভারতের কোনও নেতা এই ধরনের বিবৃতি দেননি। পহেলগাঁও হামলার পর ভারতের তীব্র কূটনৈতিক হামলা পাকিস্তানকে বিচলিত করেছে। পুরো পাকিস্তান ভয়ে আছে যে ভারত যেকোনও সময় আক্রমণ করতে পারে। প্রধানমন্ত্রী মোদী গত মাসেই ঘোষণা করেছিলেন যে, পহেলগাঁও-তে নিরীহ মানুষদের হত্যাকারী সন্ত্রাসবাদীদের কোনও মূল্যেই ছাড় দেওয়া হবে না।
দেখুন গুরুত্বপূর্ণ ভিডিও: