বাংলা হান্ট ডেস্ক: যা কখনও আগে ঘটেনি এবার সেটাই ঘটাতে চলেছে ভারত (India)। হ্যাঁ, প্রথমে বিষয়টি পড়ে অবাক হলেও এটা কিন্তু একদমই সত্যি। মূলত, রফতানির ক্ষেত্রে ভারত নয়া ইতিহাস তৈরি করতে চলেছে। ইতিমধ্যেই এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য জানিয়েছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, ভারতীয় রফতানি ২০২৪-২৫ অর্থবর্ষে প্রথমবারের মতো রেকর্ড ৮০০ বিলিয়ন ডলারে পৌঁছবে। এদিকে, সরকার এমন এক সময়ে এই তথ্য দিয়েছে যখন ভারতে পেঁয়াজ, টমেটো এবং আলুর উৎপাদন ২০২৫ সালের জুনে শেষ হওয়া ফসল বর্ষে বাড়বে বলে অনুমান করা হচ্ছে।
নয়া ইতিহাস তৈরির পথে ভারত (India):
বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল গত শুক্রবার রাজ্যসভায় জানিয়েছেন যে ভারতের (India) রফতানি বাড়ছে। গত চার বছরে রফতানিতে ভালো বৃদ্ধি পরিলক্ষিত হয়েছে। এই বছরও সেই বৃদ্ধি অব্যাহত থাকবে বলে অনুমান করা হচ্ছে প্রশ্নোত্তর পর্বে গোয়েল জানান, “ভারতের ইতিহাসে প্রথমবারের মতো রফতানি ৮০০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে।” কংগ্রেস নেতা রাজীব শুক্লার প্রশ্নের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, ভারতের রফতানি কমছে, এটা আদৌ সত্য নয়।
আমদানি বৃদ্ধির কারণও দেওয়া হয়েছে: এর পাশাপাশি গোয়েল ভারতের (India) বৈদেশিক মুদ্রার ভাণ্ডারের হ্রাস নিয়ে উদ্বেগও উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, কয়েক মাস ধরে ক্রমাগত বৈদেশিক মুদ্রার ভাণ্ডার ৬০০ বিলিয়ন ডলারের ওপরে রয়েছে। তবে মন্ত্রী বলেন, অভ্যন্তরীণ ঘাটতি ও চাহিদা বেশি থাকায় কিছু আমদানি প্রয়োজন। আমদানি বৃদ্ধি অর্থনীতির জন্য একটি ভালো লক্ষণ। যেটি অভ্যন্তরীণ ব্যবহার বৃদ্ধির কারণ হিসেবে পরিগণিত হয়। আমদানিকৃত পণ্যের মধ্যে রয়েছে পেট্রোলিয়াম পণ্য, রান্নার কয়লা, ডাল এবং ভোজ্য তেল।
আরও পড়ুন: ভারত-ইংল্যান্ড ODI ম্যাচে বেজে উঠল “ছিঃ ছিঃ ছিঃ রে ননী ছিঃ” গান, শুনেই যা করলেন কোহলি…..
গোয়েল আরও বলেন, “ম্যানুফ্যাকচারিং ইউনিট স্থাপন এবং শুরু করতে কয়েক বছর সময় লাগবে। এই সময়ের মধ্যে এটা স্পষ্ট যে আমদানি বাড়বে। যখন কোনও অঞ্চলে আমদানি বৃদ্ধি পায় তখন সংশ্লিষ্ট শিল্পগুলি সেই অঞ্চলে আকৃষ্ট হয়। এতে কর্মসংস্থান বাড়বে এবং বিনিয়োগও বাড়বে। ২০২৫-২৬-এর বাজেটে মধ্যবিত্তদের ট্যাক্সে স্বস্তি দিয়ে খরচের বিষয়টি বৃদ্ধি পেতে পারে।” পীযূষ গোয়েল রফতানির চমৎকার পারফরম্যান্সের বিষয়ে রাজ্যসভায় জোর দিয়েছেন। চলতি অর্থবর্ষে ভারতের (India) রফতানির গতি অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বস্ত করেন।
আরও পড়ুন: এখনও চলছে সংঘর্ষ! ছত্তিশগড়ের জঙ্গলে গুলির লড়াইতে খতম ৩১ মাওবাদী, শহিদ ২ জওয়ান
পেঁয়াজ, টমেটো, আলুর কোনও অভাব হবে না: এদিকে, কৃষি মন্ত্রক বলেছে যে পেঁয়াজ, টমেটো, আলু সহ একাধিক ফসলের উৎপাদন ২০২৫-২৫ সালে বাড়তে চলেছে। পেঁয়াজ উৎপাদনে সর্বোচ্চ ১৯ শতাংশ বৃদ্ধি দেখা যাবে। এছাড়া ফল, রোপণ করা ফসল ও মশলার উৎপাদনও বাড়বে। তবে মোট বপনের পরিমাণ গত বছরের তুলনায় কিছুটা কম। ফলের মধ্যে আম, আঙুর ও কলার ভালো ফলন হওয়ায় মোট ফল উৎপাদন ১১৩২.২৬ লক্ষ টন হওয়ার সম্ভাবনা রয়েছে। রোপণ করা ফসলের উৎপাদন অনুমান করা হয়েছে ১৭৯.৩৭ লক্ষ টন এবং মশলা উৎপাদন অনুমান করা হয়েছে ১১৯.৯৬ লক্ষ টন। রসুন ও হলুদের উৎপাদনও বেড়েছে। সামগ্রিকভাবে, ২০২৪-২৫ সালে হর্টিকালচার উৎপাদন ৩৬২.০৯ মিলিয়ন টন হবে বলে অনুমান করা হচ্ছে। যা গত বছরের তুলনায় ২.০৭ শতাংশ বেশি। তবে চাষের জমি গত বছরের ২৯.০৯ মিলিয়ন হেক্টর থেকে কমে এই বছর ২৮.৮৪ মিলিয়ন হেক্টরে দাঁড়িয়েছে।