ভারতীয় পর্যটকদের জন্য সুবর্ণ সুযোগ! ভিসা ছাড়াই মনের আনন্দে ৬০ দিন ঘুরে আসুন বিদেশ

বাংলা হান্ট ডেস্ক: ভ্রমণ-পিপাসু পর্যটকদের সারা বছরই থাকে পায়ের তলায় সর্ষে। আর এখনকার দিনে দেশের পাশাপাশি পর্যটকদের মধ্যে বাড়ছে বিদেশ ভ্রমণের প্রবণতাও। কিন্তু বিদেশ ভ্রমণের কথা উঠলে অনেকেই ভেবে বসেন সে বোধ হয় বিশাল খরচের ব্যাপার! কিন্তু পৃথিবীতে এমন বহু দেশ রয়েছে যেখানে খুব অল্প খরচেও ঘুরে আসতে পারেন ভারতীয়রা (Indians)।

তবে বাইরের দেশে ঘুরতে গেলে ভিসা ছাড়া (Without Visa) যাওয়া কিন্তু অসম্ভব।  তাই ইদানিং ভিসার কারণে বহু দেশে ঘুরতে যাওয়া নিয়ে সমস্যায় পড়তে হচ্ছে ভারতীয়দের। কিন্তু ইদানিং ভারতীয়দের বিদেশ ভ্রমণের দুর্দান্ত একটি অপশন হল থাইল্যান্ড (Thailand)। ছবির মতো সুন্দর এই থাইল্যান্ড হল এমন একটি  দেশ যেখানে যাওয়ার জন্য ভারতীয়দের কোন ভিসার প্রয়োজন পড়বে না। এই দেশে ভারতীয় পাসপোর্ট থাকলেই মিলবে ঘুরে বেড়ানোর সুযোগ।

   

কিন্তু সেটা কত দিন? আসলে সম্প্রতি থাইল্যান্ড সরকার তাদের পর্যটনশিল্পের প্রচারের জন্য এমনই এক বড় পদক্ষেপ নিয়েছেন।  এখানে ভারতীয়রা একটানা ৬০ দিন ভিসা ছাড়াই ঘুরতে পারেন। তাই যদি কোন ভারতীয়দের কাছে ভিসা না থাকে তাহলেও তিনি নিশ্চিন্তে টানা ৬০ দিন ঘুরে আসতে পারবেন থাইল্যান্ড থেকে। এই দেশের সরকারই সম্প্রতি এই সিদ্ধান্ত অনুমোদন করেছে।

তবে ভারতই নয়, এই তালিকার নাম রয়েছে পৃথিবীর আরও ৯৩ টি দেশের। তারাও নিশ্চিন্তে ভিসা ছাড়াই ঘুরতে পারবেন থাইল্যান্ড। আগামী জুলাই মাস থেকেই এই ভিসা ভিজিটের নিয়ম চালু হতে চলেছে থাইল্যান্ডে। যা নিঃসন্দেহে ভ্রমণ পিপাসু পর্যটকদের জন্য অত্যন্ত একটি সুখবর। মূলত থাইল্যান্ডের পর্যটন শিল্পকে আরো বেশি উন্নত করে তোলার জন্যই এমন পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সে দেশের সরকার।

আরও পড়ুন: ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, আজ ঝমঝমিয়ে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে: আবহাওয়ার খবর

যার ফলে ব্যাপক ক্ষতির মুখে পড়েছিল এই দেশের পর্যটন ব্যবস্থা। তাই এবার থাইল্যান্ডের পর্যটন ব্যবস্থাকে আরো মজবুত করতেই এই নো ভিসার ভিজিটের নিয়ম চালু করতে চলেছে থাইল্যান্ড। এই সিদ্ধান্তের অধীনে কর্মচারী শিক্ষার্থী অবসরপ্রাপ্ত ব্যক্তি সকলেই দু মাসের জন্য ভিসা ছাড়া ঘুরে আসতে পারবেন থাইল্যান্ড থেকে।

pasport

থাইল্যান্ডের নতুন ভিসার নিয়ম কী?

ভিসা সংক্রান্ত নতুন নিয়ম অনুযায়ী থাইল্যান্ডের সরকার সে দেশে বাইরের দেশের শ্রমিকদের বিশেষ সুবিধা দিচ্ছে। তাই এখানে শ্রমিকরা দুমাস নয় একেবারে পাঁচ মাস ভিসা ছাড়া থাকার সুবিধা পাবেন। শুধু তাই নয়, আগামী দিনে শ্রমিকদের জন্য ভিসার মেয়াদ আরও বাড়ানোর কথা ভাবা হচ্ছে। নতুন নিয়ম অনুযায়ী প্রতিটি ভ্রমণের জন্য ভারতীয় পর্যটকদের ১৮০ দিন থাইল্যান্ড থাকার অনুমতি দেওয়া হবে।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর