ওটিপি-আঙুলের ছাপের ঝক্কি শেষ! রেশন বণ্টনে বিরাট পদক্ষেপ খাদ্য দফতরের

বাংলা হান্ট ডেস্ক : রেশন বণ্টনের (Ration Card) ক্ষেত্রে নয়া নিয়ম। এবার থেকে আর থাকবেনা ওটিপি-র ঝামেলা। কারণ এরপর থেকে চোখের মণি স্ক্যান (Eye Ball Scan) করেই মিলবে রেশন। আর গ্রাহকদের সেই চোখের মণি স্ক্যান করবে ‘আইরিশ স্ক্যান’ (Irish Scan)। চোখের মণি স্ক্যান করে সেই ব্যক্তি আসল উপভোক্তা প্রমাণিত হলে তবেই তিনি রেশন পাবেন। এতে করে লাভবান হবেন সমাজের বহু মানুষ। প্রশ্ন হল, কবে থেকে চালু হবে এই নিয়ম?

উল্লেখ্য, রেশন কার্ডের সঙ্গে আধার নম্বরের সংযুক্তিকরণ হয়েছে বহুদিন হল। কার্ড ডিজিটাইজেশনের পর বাজারে এসেছে বায়োমেট্রিক পদ্ধতি। তবে তাতেও দেখা গেছে নানা ধরণের সমস্যা। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরণের অভিযোগ এসেছে। যারমধ্যে যে সমস্যাটা সবচেয়ে বেশি নজর কেড়েছে তা হল, আঙুলের ছাপ না মেলা।

আরও পড়ুন : ট্রেনে মোবাইল-ল্যাপটপ নিয়ে যেতেও লাগবে পারমিশন! নয়া নিয়ম লাগু রেলের, না মানলেই বড় বিপদ

যে কারণে সঠিক উপভোক্তা হয়ত অনেক সময় রেশন থেকে বঞ্চিত থেকে যেতেন। অপরদিকে রেশন নিতে আসা ব্যক্তিই প্রকৃত দাবিদার কি না, তা নিয়ে সংশয় রয়েই যাচ্ছে৷ আর সেই সংশয় মেটাতেই এবার কেন্দ্রের এই নয়া উদ্যোগ। এখন এই সমস্যার দুটোই সমাধান বার হতে পারে। আর সেটা হল যে মোবাইল নম্বরের সাথে আধার লিঙ্ক করা আছে তাতে ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি পাঠানো।

আরও পড়ুন : হারানো TRP ফিরিয়ে আনতে মোক্ষম চাল! স্টার জলসার এই মেগা যা করল ভাবতেও পারবেননা

ration card

পরপর তিনবার ওটিপি পাঠানোর পরেও পাসওয়ার্ড না এলে আধারের মাধ্যমে রেশন দেওয়া হয়ে থাকে। যদিও এতে দুর্নীতি এড়ানো সম্ভব নয় বলেই জানাচ্ছেন আধিকারিকরা। আর এই দুর্নীতি এড়াতেই এই নয়া ব্যবস্থা নিচ্ছে কেন্দ্রীয় সরকার। এবার আর থাকবেনা ওটিপির ঝঞ্ঝাট এবং আঙুলের ছাপ না মিললেও কোনও সমস্যা হবেনা। কারণ এবার থেকে চোখের মণি স্ক্যান করেই উপভোক্তাদের রেশন দেওয়া হবে। সম্প্রতি এই বিষয়ে নির্দেশিকাও চলে এসেছে সমস্ত রেশন ডিলারদের কাছে।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর