হারানো TRP ফিরিয়ে আনতে মোক্ষম চাল! স্টার জলসার এই মেগা যা করল ভাবতেও পারবেননা

বাংলা হান্ট ডেস্ক : জনপ্রিয়তার কথা বললে প্রথমেই উঠে আসবে স্টার জলসার (StarJalsha) ‘অনুরাগের ছোঁয়া’র (Anurager Chhowa) নাম। টিআরপির (Target Rating Point) প্রতিযোগিতায় লম্বা সময় ধরে রাজ করেছে এই মেগা। তবে হঠাৎ করেই ছন্দপতন। চলতি সপ্তাহের তালিকা দেখে সকলেরই চোখ ছানাবড়া হবার জোগাড়। বেঙ্গল টপার কী না পৌঁছে গেছে সোজা পাঁচ নম্বরে। তবে টিআরপি (TRP) যাই হোক না কেন, এই সিরিয়ালে কিন্তু টুইস্টের কোনও কমতি নেই।

যারা নিয়মিত সিরিয়ালটি দেখছেন তারা তো জানেনই যে, বেশ দীর্ঘ সময় পর আবার এক ছাদের তলায় এসেছে সূর্য আর দীপা। নানান ভুল বোঝাবুঝি, ঝগড়াঝাঁটির পর অবশেষে একসাথে হয়েছেন তারা। দুই মেয়ে সোনা ও রূপাকে নিয়ে এখন তাদের ভরা সংসার। তবে সেই ভরা সংসারে নজর লাগিয়েছে কূটনি মিশকা। এক তো সূর্যর স্পার্ম নিয়ে সে মা হয়েছে তার উপর থানা পুলিশের ঝক্কি। সবে মিলিয়ে দীপার এখন নাজেহাল অবস্থা।

   

তবে মিশকাকে যে যাই বলুক না কেন, এই সিরিয়ালের অন্যতম শক্তিশালী চরিত্র কিন্ত মিশকাই। মিশকা ছাড়া ‘অনুরাগের ছোঁয়া’ যেন নুন ছাড়া আলুসেদ্ধ ভাত। যেদিন থেকে মিশকার স্ক্রিন টাইম কমেছে সেদিন থেকেই কমেছে সিরিয়ালের টিআরপি‌। আর আজ তো একেবারে পাঁচ নম্বরে পৌঁছে গেল এই মেগা‌। এসবের মাঝেই সেনগুপ্ত পরিবারে ঘটে গেল অভাবনীয় এক কাণ্ড।

আরও পড়ুন : একঘেয়ে গল্পের জের! গো হারান হারালো ‘অনুরাগের ছোঁয়া’, নতুন TRP টপার কে? রইল ওলটপালট তালিকা

আসলে চারপাশে ঘটে চলা অস্বস্তিকর পরিবেশকে একটু হালকা করার জন্যই এক মজার ঘটনা ঘটালো সেনগুপ্ত পরিবারের সকলে। নিজেদের ভোল পাল্টে তারা হয়ে উঠলো অন্য মানুষ। এসবের মধ্যেই সকলের নজর কাড়লো সূর্যর ভাই জয় ওরফে প্রারব্ধী সিংহ। তার বেশভুষা থেকে মানুষ এটাই ঠাহর করতে পারছেনা যে, সে ছেলে নাকি মেয়ে। কারণ প্রারব্ধী ওরফে জয় হয়ে উঠেছে জয়ী।

আরও পড়ুন : গেমচেঞ্জার! ঘুমিয়ে আছে বিক্রম-প্রজ্ঞান, তারমধ্যেই ‘চন্দ্রযান ৩’ কে নিয়ে নয়া তথ্য সামনে আনল ইসরো

 

লাল শাড়ি আর খোলা চুলে মিশকার প্রক্সি দিচ্ছে সে। সত্যি কথা বলতে এই লুকে জয়কে এত ভালো মানিয়েছে যে কেউ কেউ বলছে সে মেয়ে হয়ে জন্মালে বলিউড অভিনেত্রীদেরও টেক্কা দিতে পারতো। এই নয়া লুক প্রসঙ্গে প্রারব্ধী জানিয়েছেন, “গল্পের জন্যই মিশকা সাজা আমার। বাড়ির বাচ্চারা খুব ভয় পেয়ে আছে। কারণ, তারা জানতে পেরেছে মিশকা জেল থেকে ছাড়া পেয়েছে। তখনই ওদের বোঝাতে দীপা, আমি আর সূর্য মিলে একটা নাটক করছি। তাই জন্যই এই সব সাজ। আমার বেশ ভালই লেগেছে। এই প্রথম নিজেকে এমন অন্য ভাবে দেখলাম তাই আরও ভাল লাগছে।” এরপর থেকেই ভক্তদের অনুমান হারানো টিআরপি তুলতে এরকম আরো নানা ধরণের টুইস্ট আনতে পারেন নির্মাতারা।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর