এবার ঘরে বসেই ইনকামের সুযোগ করে দিচ্ছে Jio! শুধু করতে হবে এই কাজটি

বাংলা হান্ট ডেস্ক: Reliance Jio হল ভারতের অন্যতম বৃহৎ টেলিকম অপারেটর সংস্থা। গ্রাহকদের কথা মাথায় রেখে প্রায়শই বিভিন্ন উপযোগী প্ল্যান নিয়ে আসে এই কোম্পানি। কিন্তু আপনি কি জানেন যে Jio তার গ্রাহকদের জন্য উপার্জনের সুযোগও করে দেয়! এই উপায় সম্পর্কে অধিকাংশ মানুষই অবগত নন। তাই, বর্তমান প্রতিবেদনে আজ আমরা আপনাকে এমন একটি পদ্ধতি সম্পর্কে বলতে যাচ্ছি যার মাধ্যমে আপনি ঘরে বসেই মোটা অঙ্কের অর্থ উপার্জন করতে পারবেন।

Jio-এর এই পরিষেবার নাম JioPOS Lite। এই প্রতিবেদনে Jio-এর এই পরিষেবা সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরার পাশাপাশি কিভাবে আপনি এর মাধ্যমে আয় করতে পারেন সেই প্রসঙ্গটিও উপস্থাপিত করা হল।

   

মূলত JioPOS Lite হল Jio-এর একটি অ্যাপ যা বর্তমানে শুধুমাত্র অ্যান্ড্রয়েড ফোনেই উপলব্ধ রয়েছে। এই অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে বিনামূল্যে ডাউনলোড করতে পারবেন গ্রাহকেরা। পাশাপাশি, এই অ্যাপটিকেই অর্থ উপার্জনের অন্যতম উপায় হিসেবে মনে করা হয়। JioPOS Lite হল একটি কমিউনিটি রিচার্জ অ্যাপ যার মাধ্যমে আপনি শুধুমাত্র নিজের নয় অন্যদেরও রিচার্জ করতে পারবেন। এর মাধ্যমে অন্য কাউকে রিচার্জ করলে আপনি ৪.১৬ শতাংশ পর্যন্ত কমিশন পেতে সক্ষম হবেন। উদাহরণস্বরূপ, আপনি যদি কাউকে ১০০ টাকা রিচার্জ করে দেন, তাহলে কমিশন হিসাবে প্রায় ৪ টাকা পাবেন। অর্থাৎ, এই ৪ টাকা আপনার উপার্জন হবে।

একনজরে দেখে নিন JioPOS Lite অ্যাপে কিভাবে রেজিস্ট্রেশন করবেন:
*এই অ্যাপে রেজিস্ট্রেশনের জন্য সবার আগে গুগল প্লে স্টোর থেকে JioPOS Lite অ্যাপ ডাউনলোড করতে হবে।
* তারপর এটি “Open” করার পর “Allow All”-এ ক্লিক করতে হবে। এতে, SMS, কন্ট্যাক্ট এবং লোকেশন অ্যাক্সেসের জন্য অনুমতিও দিতে হবে।
* এরপর সাইন ইন \ সাইন আপ পেজ আসবে। সেখানে সাইন আপ-এ ক্লিক করতে হবে।
* এতে আপনার ই-মেইল আইডি এবং জিও নম্বর লিখতে হবে।
* তারপর জেনারেট OTP-তে ক্লিক করার পরে, কয়েক সেকেন্ডের মধ্যে, Jio আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে OTP পাঠাবে।
* তারপরে প্রাপ্ত OTP-টি দিয়ে “Validate OTP”-তে ক্লিক করতে হবে। সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে OTP-টি যাচাই করে নেবে।
* এরপরে আপনার বিবরণ যেমন নাম এবং ই-মেইল আইডি স্বয়ংক্রিয়ভাবে স্ক্রিনে উপস্থিত হবে।
* “Choose your work location” অপশনে ট্যাপ করার পর লোকেশন ঠিক করে “Done”-অপশনে ক্লিক করতে হবে।
* তারপর শর্তাবলী স্বীকার করে আপনাকে লগইন-এ ক্লিক করতে হবে। নম্বরটি প্রবেশ করার পরে আপনার নম্বরে একটি OTP পাঠানো হবে এবং তা যাচাই করতে হবে।
* শেষে আপনাকে আপনার mPIN তৈরি করতে হবে। নিজের পছন্দের একটি পিন তৈরি করার পরে, আপনাকে সেটআপে ক্লিক করতে হবে।

কিভাবে আপনি অন্য কারোর রিচার্জ করবেন:

রিচার্জ করার ক্ষেত্রে আপনাকে হোম স্ক্রিনে থাকা রিচার্জ অপশনে ক্লিক করতে হবে। তারপর গ্রাহকের Jio নম্বর লিখতে হবে এবং সাবমিট-এ ক্লিক করার পর তালিকা থেকে ইচ্ছেমতো প্ল্যানটি বেছে নিতে হবে এবং Buy-অপশনে ক্লিক করতে হবে।

83925 jio logo

এরপর আপনাকে আপনার mPIN দিয়ে তা যাচাইর মাধ্যমে ট্রানজাকাশান আইডি সহ স্ক্রিনে একটি মেসেজ আসবে। সবশেষে “Done” অপশনে ক্লিক করলেই রিচার্জ সম্পন্ন হয়ে যাবে। তবে মনে রাখবেন, কোনো নম্বরে রিচার্জ করার আগে, আপনাকে আপনার অ্যাকাউন্টে ন্যূনতম ৫০০ টাকার ব্যালেন্স রাখতে হবে।

উল্লেখ্য যে, JioPOS Lite অ্যাপে আপনি আপনার মোট উপার্জন দেখতে পাবেন। এছাড়াও, এখান থেকে আপনি ওয়ালেটেও টাকা যোগ করতে পারবেন। পাশাপাশি, ট্রানজাকশান ট্র্যাক করতে, পাসবুক অপশনে গেলেই তা চেক করা যাবে। গত ২০ দিনের ট্রানজাকশানের হিসেব এখানে দেখা যাবে। তাই এভাবে ঘরে বসে রিচার্জ করেই টাকা আয় করতে পারবেন ইচ্ছুকরা।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর