লৌহ কপাট বিতর্কে এবার আসরে কবীর সুমন! চাঁচাছোলা মন্তব্য করে কড়া বার্তা রহমানকে

বাংলা হান্ট ডেস্ক : এইমুহুর্তে সিনে পাড়ার হট টপিক হল কাজী নজরুল ইসলামের ‘লৌহ কপাট’র (Louho Kopat) রিমেক। এ আর রহমানের কম্পোজ করা এই গান নিয়ে বিতর্কের শেষ নেই। ইতিমধ্যেই প্রতিবাদে মুখর হয়েছে সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রেটি সকলেই। আর এবার বাংলাদেশের মাটিতে বসেই বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের (Kazi Najrul Islam) রিমেকের প্রতিবাদ করলেন কবীর সুমন (Kabir Suman)।

তবে কবীর সুমনের প্রতিবাদের ভাষা আর পাঁচজনের থেকে একেবারেই আলাদা। নিজস্ব ভঙ্গিতে তিনি শোনালেন ‘লৌহ কপাট’র ইতিহাস। উল্লেখ্য, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ‘লৌহ কপাট’র সুর ও তাল বদলে ফেলায় শুরু হয়েছে বিতর্ক। এপার বাংলা এবং ওপার বাংলা থেকে মিলিতভাবে শুরু হয়েছে প্রতিবাদ। নির্মাতারাও ক্ষমা চেয়েছে এই নিয়ে।

তবে তাতেও শান্ত হচ্ছেনা শ্রোতাদের ক্রোধ। তাদের দাবি, মেকার্স নয়, বরং এ আর রহমানকেই ক্ষমা চাইতে হবে। তবে কবীর সুমনের দাবি ”রহমানকে ক্ষমা চাইতে হবে না, বরং তিনি জানুন এই গানের ইতিহাস।” শুক্রবার বাংলাদেশ থেকে ফেসবুক লাইভ করেন সঙ্গীত শিল্পী ‌কবির সুমন। লাইভ শুরু করেন ‘রোজা’ ছবির ‘দিল হ্যায় ছোটা সা’ গান দিয়ে। কয়েকটি গান গাওয়ার পর তিনি জানান রহমানের প্রতি তার অনুরাগের কথা।

আরও পড়ুন : বাঁকুড়া থেকে বলিউড! আমির-অমিতাভের সাথে কাজ করে বাংলার নাম উজ্জ্বল করছেন এই অভিনেতা

ar rahman 1664273872199 1664273872298 1664273872298

কবির সুমনের কথায়, তিনি মানতেই পারছেননা যে, তার প্রিয় রহমান এই সুর দিয়েছে। কবির সুমনের কথায়, ‘যারা গানের লিরিক দিলেন, তারা টাকা পেলেন। খুব ভালো কথা। টাকা সবার দরকার। এখানে কোনও অসুবিধা নেই। কিন্তু কেউ কি একবারও রহমানকে বলে দেননি, কোন গানের রিমেক তিনি করেছেন! এই গানের ইতিহাস রহমান জানেন?’

আরও পড়ুন : TRP-তে বড় রদবদল, এবারও প্রথম তিনে নেই ‘অনুরাগের ছোঁয়া’! খেল দেখালো জি বাংলার এই মেগা

গায়কের আরও সংযোজন, ”গানের অর্থটা জানার চেষ্টা করেছেন রহমান? ধরে নিন, এটা কাজী নজরুল ইসলামের লেখা নয়। তবুও কি গানের কথাগুলোর মানে বোঝা উচিত ছিল না? লিরিক শুনেই তো সুরটা দিতে হবে। তবে আজকাল এমনই গান হচ্ছে। যা শুনলে মনে হয়, মিক্সারের ভিতর সিমেন্ট, পাথর সব একসঙ্গে ঘুরছে। লৌহ কপাটের রিমেকও তাই! তবে ইনিই তো দিল হ্যায় ছোটা সা তৈরি করেছিলেন, সেই মানুষটা লৌহ কপাটের এমন সুর দিলেন! বিশ্বাস হচ্ছে না রহমান সাহাব। কেউ কি ছিলেন না, যে লৌহ কপাটের ইতিহাস রহমানকে বলে দেবেন, যে এই গানটার সঙ্গে একটা জাতির সংগ্রাম জড়িয়ে রয়েছে।”

আরও পড়ুন : রেল যাত্রীদের জন্য সুখবর! এবার সবাই পাবেন কনফার্ম টিকিট, বিরাট ঘোষণা অশ্বিনী বৈষ্ণবের

1624875787

এই মন্তব্যের পাশাপাশি তিনি একটি বিশেষ আবদার রাখেন বাংলাদেশের মানুষের কাছে। শিল্পী বলেন, ”যে দেশ নজরুল ইসলামকে জাতীয় কবি হিসেবে সম্মান দিয়েছে, দয়া করে তাঁরা একটা সাংবাদিক বৈঠক করুন। রহমানের সঙ্গে দেখা করুন। তাঁকে লৌহ কপাটের ইতিহাসটা বলুন। রহমানকে বলুন, ক্ষমা চাইতে হবে না। শুধু ইতিহাসটা জেনে নিন।”

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর