লোকাল ট্রেনের যাত্রীদের জন্য চালু হল বিশেষ পরিষেবা! এবার ঘরে বসেই নিন এই সুবিধা

বাংলা হান্ট ডেস্ক: কাছের হোক কিংবা দূরের যে কোনো সফরের জন্য যাত্রীদের বিশেষ করে অফিস যাত্রীদের জন্য ট্রেন (Train) অত্যন্ত ভরসাযোগ্য পরিবহন মাধ্যম। তবে ট্রেনে সফরের জন্য প্রত্যেক রেল যাত্রীকেই  বেশ কিছু জরুরি নিয়ম মেনে চলতে হয়।

ব্যতিক্রম নয় লোকাল ট্রেন (Local Train) গুলিও। বিশেষ করে যে কোন ট্রেনে সফরের জন্য টিকিট কাটা আবশ্যক। বিনা টিকিটে ট্রেনে সফর করা আইনত অপরাধ বলে গণ্য করা হয়। প্রতিদিন এই লোকাল ট্রেনে চেপেই কলকাতা এবং সংলগ্ন শহরতলি থেকে বহু মানুষ কর্মসূত্রেই নিয়মিত যাওয়া-আসা করেন।

কিন্তু অনেক সময় দেখা যায় হাতে সময় কম থাকায়, কিংবা তাড়াহুড়োর মধ্যেই  ট্রেন মিস করার ভয়ে বিনা টিকিটে ট্রেনে উঠে পড়েন অনেক যাত্রী। তাই এবার যাত্রীদের বিনা টিকিটে রেল সফর বন্ধ করার উদ্দেশ্যেই এক বড় পদক্ষেপ নিয়েছে ইউটিএস (UTS) অর্থাৎ আনরিজ়ার্ভড টিকিট বুকিং সিস্টেম অ্যাপ।

train

এই অ্যাপের মাধ্যমে অনলাইনে এতদিন সকলেই ট্রেনের টিকিট কাটতে পারতেন ঠিকই, তবে এক্ষেত্রে একমাত্র শর্ত ছিল স্টেশন থেকে কুড়ি কিলোমিটারের বেশি দূরত্বের কোন জায়গা থেকে টিকিট কাটতে হবে। তাই এতদিন কুড়ি কিলোমিটারের সীমাবদ্ধতা থাকায় বহু যাত্রীরই  টিকিট কাটতে সমস্যা হতো।

আরও পড়ুন: ৫ কেজি তো অনেকদিন পেলেন! এবার রেশনে মিলবে ১০ কিলো খাদ্য সামগ্রী, অ্যাকাউন্টেও ঢুকবে টাকা

তবে এবার সেই সমস্যা দূর করতেই এই ২০ মিটারের  সীমাবদ্ধতা তুলে নেওয়ার তুলে নিয়ে সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। এই নতুন নিয়ম অনুযায়ী এবার বাড়ি বসেই কাটা যাবে ট্রেনের টিকিট। যে কোন স্টেশন থেকেই কাটা যাবে  ট্রেনে চড়ার টিকিট। শুধুমাত্র ট্রেনে বসে কিংবা প্লাটফর্মে দাঁড়িয়ে ইউটিএস অ্যাপের মাধ্যমে সাধারণ টিকিট কাটা যাবে না। তবে কেউ চাইলে সিজন টিকিট কেটে নিতেই পারেন।

tJUtS

কোনো নিত্যযাত্রী চাইলে একমাস, তিনমাস  অথবা ছ’মাসের সিজন টিকিট প্লাটফর্মে কিংবা ট্রেনে বসেও কেটে নিতে পারবেন। তবে এক্ষেত্রে  আগের মতই বজায় রয়েছে একটি শর্ত। তা হল টিকিট কাটার এক ঘন্টার মধ্যেই ট্রেনে সফর শুরু না করলে সেই টিকিট বাতিল হয়ে যাবে।  তাই সবসময় এমন দূরত্বের স্টেশনের ট্রেন ধরার টিকিট কাটতে হবে যেখানে এক ঘন্টার মধ্যেই পৌঁছানো যাবে।


Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর