এবার পাকিস্তানেও শুরু মহাকুম্ভ! অভিনব উপায়ে চলছে গঙ্গাস্নান! তুমুল খুশি হিন্দুরা

বাংলা হান্ট ডেস্ক: বর্তমানে ভারতের প্রয়াগরাজে চলছে মহাকুম্ভ মেলা। যেটি বিশ্বের সবথেকে বড় ধর্মীয় অনুষ্ঠান হিসেবে বিবেচিত হচ্ছে। শুধু তাই নয়, কোটি কোটি পুণ্যার্থী সঙ্গমে ডুব দিতে আসার জন্য উপস্থিত হচ্ছেন সেখানে। পাশাপাশি, মহাকুম্ভ মেলায় অংশ নিতে অন্যান্য দেশ থেকেও ভক্ত এবং পর্যটকরা আসেন। কিন্তু, ভারতের পাশেই এমন একটি দেশ আছে যেখানকার মানুষ ভিসার কারণে এখানে আসতে পারছেন না। আসলে, আমরা পাকিস্তানে (Pakistan) বসবাসকারী হিন্দুদের কথা বলছি। যারা ভিসার কারণে মহাকুম্ভে উপস্থিত হতে পারছেন না।

পাকিস্তানে (Pakistan) অভিনব উপায়ে চলছে গঙ্গাস্নান:

আর এই কারণেই পাকিস্তানের (Pakistan) হিন্দুরা তাদের নিজস্ব মহাকুম্ভের আয়োজন করেছেন। যেখানে তাঁরা গঙ্গার জলে স্নান করছেন। হ্যাঁ, প্রথমে বিষয়টি পড়ে কিছুটা অবাক হলেও এটা কিন্তু একদমই সত্যি। এমতাবস্থায়, বর্তমান প্রতিবেদনে আজ আমরা এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি।

গঙ্গা নদীতে স্নান: মূলত, পাকিস্তানি ইউটিউবার হরচাঁদ রাম তাঁর ব্লগে এই অনন্য ঘটনার একটি আভাস দিয়েছেন। পাকিস্তানের (Pakistan) রহিমিয়ার খান জেলায় অনুষ্ঠিত মহাকুম্ভ মেলায় অংশগ্রহণকারী পুরোহিত বলেন যে, “আমরা ভারতের প্রয়াগরাজ যেতে পারিনি, তাই আমরা এখানেই মহাকুম্ভ উদযাপন করেছি। এই তিথি ১৪৪ বছর পর এসেছে, এবং সম্ভবত আমাদের জীবনের প্রথম এবং শেষ মহাকুম্ভ হবে।” উল্লেখ্য যে, এই মেলায় গঙ্গাস্নানের বিশেষ তাৎপর্য রয়েছে। যেহেতু পাকিস্তানি হিন্দুরা গঙ্গা নদীতে যেতে পারছেন না, তাই গঙ্গার জল বিশেষভাবে আনা হয়েছে এবং স্থানীয় মানুষরা তা স্নানের জলে ওই জলে স্নান করছে।

Now Maha Kumbha has started in Pakistan too.

পাকিস্তানে চলছে কুন্ড স্নান পদ্ধতি: জানিয়ে রাখি কে, পাকিস্তানে (Pakistan) গঙ্গা নদীর জলে স্নানের জন্য একটি কুন্ড তৈরি করা হয়েছে। যার ভিতরে গঙ্গার জল সাধারণ জলের সাথে মিশে গেছে। ওইখানে ভক্তরা দাঁড়িয়ে স্নান করছেন। পুরোহিতরা তাঁদের ওপর জল ঢেলে দেন, যাতে তারা গঙ্গাস্নানের অনুভূতি গ্রহণ করতে পারেন।

আরও পড়ুন: ভুলে যান চাকরির চিন্তা! TreasureNFT-র মাধ্যমেই এবার হবে স্বপ্নপূরণ, ভিজবেন টাকার বৃষ্টিতে

ভক্তদের উদ্দেশ্যে প্রসাদও বিতরণ করা হচ্ছে: স্নানের পর ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থাও করা হয়েছে। সবার জন্য তৈরি করা হয়েছে ডালিয়া খিচুড়ি। যা ভক্তদের প্রসাদ হিসেবে দেওয়া হচ্ছে। ধর্মীয় আচার-অনুষ্ঠানের সময় ভক্তরা তাঁদের গুরুর আশীর্বাদ নেন। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, স্বল্প পরিসরে আয়োজিত এই মহাকুম্ভে ভক্তদের উৎসাহ তুমুলভাবে পরিলক্ষিত হয়েছে। স্নান করার সময়ে একজন ভক্ত জানান যে, “আমরা প্রয়াগরাজ যেতে পারি না, তবে গঙ্গা জলে স্নান করার পরে আমাদের মনে হয় যেন আমরা সেখানে আছি।”

আরও পড়ুন: বিদেশ থেকে এবার ভারতে আসছে “ব্রহ্মাস্ত্র”, “ডিল” হলেই থরথর করে কাঁপবে চিন-পাকিস্তান

হয়ে উঠেছে নতুন ঐতিহ্য: প্রসঙ্গত উল্লেখ্য যে, পাকিস্তানের হিন্দু সম্প্রদায়ের এই উদ্যোগ তাঁদের বিশ্বাস ও বিশ্বাসকে প্রতিফলিত করে। পাকিস্তানের (Pakistan) এই অনুষ্ঠান দেখে সবাই এটাই বলছেন যে, মহাকুম্ভ ধর্ম ও বিশ্বাসের সীমানার গণ্ডিকে ছিন্ন করেছে।আর সেই কারণেই প্রয়াগরাজে আসতে না পারলেও সেখানকার হিন্দুরা নিজেরাই নিজেদের মহাকুম্ভের আয়োজন করেছেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর