বাজারে চলে এল দেশের সবচেয়ে বড় IPO! এই উপায়ে বিনিয়োগ করলেই পাবেন বিরাট লাভ

বাংলা হান্ট ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বুধবার অর্থাৎ ৪ মে শেয়ার বাজারে তালিকাভুক্ত হল LIC IPO। পাশাপাশি জানা গিয়েছে যে, এর বিডিং বুধবার থেকে শুরু হয়ে আগামী ৯ মে পর্যন্ত চলবে। এদিকে, এই IPO নিয়ে বিনিয়োগকারীরা অনেক দিন ধরেই অপেক্ষায় ছিলেন। আজ কার্যত তাঁদের অপেক্ষার অবসান হল।

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, দেশের ইতিহাসে LIC-এর IPO (The Initial Public Offer) সবচেয়ে বড় IPO হিসেবে পরিগণিত হতে চলেছে। ইতিমধ্যেই কোম্পানিটি তার ৩.৫ শতাংশ শেয়ার বিক্রি করে প্রায় ২১ হাজার কোটি টাকা তুলতে যাচ্ছে।

প্রাথমিকভাবে জানা গিয়েছে যে, LIC IPO-এর শেয়ারের মূল্য ৯০২ থেকে ৯৪৯ টাকার মধ্যে নির্ধারণ করা হয়েছে। এদিকে, LIC-এর মাধ্যমে সারা দেশজুড়ে এমন অনেক বিনিয়োগকারী থাকবেন, যাঁরা প্রথমবারের জন্য কোনো IPO-তে বিনিয়োগ করতে চলেছেন। এমতাবস্থায়, প্রথমবার IPO-তে বিনিয়োগ করতে গিয়ে অনেকই সমস্যার সম্মুখীন হতে হতে পারেন।

যে কারণে বর্তমান প্রতিবেদনে বিনিয়োগকারীদের এই কাজকে আরও সহজ করার জন্য বিস্তারিত প্রসঙ্গ উপস্থাপিত করা হল। যার সাহায্যে আপনি সহজেই ঘরে বসে আপনার মোবাইল ফোনের মাধ্যমে LIC IPO-তে বিনিয়োগ করতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক সেই উপায়।

আপনি যদি LIC IPO-তে বিনিয়োগ করার পরিকল্পনার কথা ভাবেন তাহলে সেক্ষেত্রে আপনার একটি বৈধ ডিম্যাট অ্যাকাউন্ট অবশ্যই থাকতে হবে। এমনকি, আপনার যদি বৈধ ডিম্যাট অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে আপনি এই IPO-তে বিনিয়োগ করতে পারবেন না।

মূলত, LIC IPO-তে বিনিয়োগ করতে হলে প্রথমে আপনাকে আপনার নেটব্যাঙ্কিং-এ লগইন করতে হবে। এই প্রক্রিয়াটি করার পরে, আপনাকে বিনিয়োগের অপশনে যেতে হবে। এই অপশনে যাওয়ার পরে আপনাকে IPO-র অপশনটি ক্লিক করতে হবে। এরপরে, আপনাকে নিজের বিবরণ এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ দিতে হবে। পরবর্তী ধাপে আপনার ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন হবে।

ভেরিফিকেশনের পর আপনাকে “Invest in IPO” বিভাগে যেতে হবে। এখানে আপনাকে LIC IPO নির্বাচন করতে হবে। এটি নির্বাচন করার পরে, আপনাকে শেয়ারের সংখ্যা এবং বিড মূল্য লিখতে হবে। তবে, বিড করার আগে অবশ্যই সমস্ত শর্তাবলী গুরুত্ব সহকারে পড়ে নিন।

lic image 1 16312532433x2 1

এই সমস্ত কিছু করার পরে, আপনাকে LIC IPO-এর অর্ডার দিতে হবে। এইভাবে আপনি খুব সহজেই কয়েকটি ধাপ অনুসরণ করে LIC IPO-তে বিনিয়োগ করতে পারেন। এতে আপনি কোনা প্রকার সমস্যারও সম্মুখীন হবেন না।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর