মোদী সরকারের দারুন সিদ্ধান্ত, গোটা ভারতে বিনামূল্যে চিকিৎসা পাবে পরিযায়ী শ্রমিকেরা

বাংলা হান্ট ডেস্কঃ কেন্দ্রের মোদী সরকার (Modi Sarkar) বুধবার নিজেদের ফ্ল্যাগশিপ বীমা প্রকল্প আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (Ayushman Bharat Pradhan Mantri Jan Arogya Yojana, AB-PMJAY) এর আওতা বাড়িয়ে পরিযায়ী শ্রমিকদেরও অন্তর্ভুক্ত করে নেওয়া হয়েছে।

এবার এই স্বাস্থ্য বীমার সুবিধা যেকোন রাজ্যের পরিযায়ী শ্রমিকেরা নিতে পারবে। করোনার ভাইরাসের সংক্রমণের কারণে পরিযায়ী শ্রমিকরা নিজের বাড়ি ফেরার জন্য খুব কষ্ট করেছে। আর এই জন্য সরকার তাদের এই প্রকল্পের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে। সরকারের এই পদক্ষেপে পরিযায়ী শ্রমিকরাও স্বাস্থ্য বীমার সুবিধা নিতে পারবে।

AB-PMJAY লাগু করার দায়িত্ব ন্যশানাল হেলথ অথরিটি (NHA) এর। পরিযায়ী শ্রমিকদের যাতে এই সুবিধা দেওয়া যায়, সেই জন্য আপাতত সমস্ত রাজ্যের সাথে যোগাযোগ করছে NHA। যেই সমস্ত পরিযায়ী শ্রমিক এই স্কিমের আওতায় চলে আসবে, তাদের জন্য ই-কার্ড ইস্যু করবে NHA।

migrant 2 20200528 571 855

AB-PMJAY ক্যাশলেশ আর পেপারলেস হেলথ স্কিম। এই স্কিম পরিবারের সদস্যদের চিকিৎসার জন্য ৫ লক্ষ টাকা পর্যন্ত কভার দেয়। এই স্কিমে এখনো পর্যন্ত ১০ কোটি ৭৫ লক্ষ পরিবারের ৫৩ কোটি মানুষ যুক্ত হয়েছে। এই স্কিমে ই-কার্ড জারি করা হয়, যার মাধ্যমে আপনি যেকোন হাসপাতালে চিকিৎসা করাতে পারবেন বিনামূল্যে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর