“অনুগ্রহ করে শুনবেন…..”, এবার হাওড়া থেকে চলবে মিনি বন্দে ভারত, পাড়ি দেবে বাঙালির প্রিয় ডেস্টিনেশনে

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে রেলের (Indian Railways) যাত্রীসংখ্যা। এমতাবস্থায়, ক্রমবর্ধমান যাত্রীদের কথা মাথায় রেখে এবং তাঁদের সুষ্ঠুভাবে পরিষেবা প্রদানের লক্ষ্যে একের পর এক বড় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে রেলের তরফে। সেই রেশ বজায় রেখেই এবার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। যেটি নিঃসন্দেহে যাত্রীদের কাছে একটি অত্যন্ত সুখবর হিসেবে বিবেচিত হবে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এবার হাওড়া থেকে পরিষেবা দেবে মিনি বন্দে ভারত। ইতিমধ্যেই ওই ট্রেনের রুটের বিষয়টিও সামনে এসেছে। মূলত, হাওড়া থেকে কাশীর (বারাণসী) মধ্যে মিনি বন্দে ভারত চলাচল করতে পারে। এর ফলে এই দুই শহরের মধ্যে সামগ্রিকভাবে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হওয়ার পাশাপাশি সফরের সময়ও অনেকটাই কমে যাবে। যার ফলে নিঃসন্দেহে লাভবান হবেন যাত্রীরা।

Now Mini Vande Bharat will run from Howrah.

এই প্রসঙ্গে জানিয়ে রাখি, ওই রুটে মিনি বন্দে ভারত চালু হলে সেটি হবে পঞ্চম ট্রেন যেটি কাশীকে অন্যান্য প্রধান শহরের সাথে সংযুক্ত করবে। বর্তমান সময়ে বারাণসীর সাথে যুক্ত রয়েছে নয়াদিল্লির দু’টি রুট ও পাটনা এবং রাঁচির রুটও। এদিকে, বন্দে ভারত এক্সপ্রেসগুলি বারাণসী ক্যান্ট স্টেশন থেকে চলাচল করে।

আরও পড়ুন: ফ্লোরিডায় প্রাকৃতিক দুর্যোগ, বন্যায় জলমগ্ন মাঠ ঘাট! খেলা না হলে বিশ্বকাপ থেকে বিদায় পাকিস্তানের

তবে, হাওড়া থেকে পরিষেবা শুরু হলে এক্ষেত্রে ট্রেনটি মূল বারাণসী স্টেশন থেকেই ছাড়বে বলে অনুমান করা হচ্ছে। উল্লেখ্য যে, কাশী তীর্থযাত্রীদের কাছে একটি অন্যতম ডেস্টিনেশন হিসেবে বিবেচিত হয়। শুধু তাই নয়, বিপুলসংখ্যক পর্যটকও পাড়ি দেন বারাণসীর উদ্দেশ্যে। এমতাবস্থায়, নতুন ট্রেন শুরু হলে লাভবান হবেন যাত্রীরা।

আরও পড়ুন: চিনের পথেই পাকিস্তান, কেড়ে নেওয়া হবে ব্যক্তি স্বাধীনতা! দেশে ইন্টারনেটের উপর নজরদারি

কি জানিয়েছে রেল: এই প্রসঙ্গে রেলের আধিকারিকদের তরফে জানানো হয়েছে, ২০২৩ সাল থেকে কাশী-হাওড়া বন্দে ভারত ট্রেনের প্রস্তাব দেওয়া হয়। এমতাবস্থায়, দেশে NDA সরকার গঠনের সাথে সাথেই উত্তর-পূর্ব রেল প্রশাসনের কাছে মিনি বন্দে ভারতের সবুজ সংকেত পাওয়ার প্রত্যাশা রয়েছে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর