চীনও বাদ পড়ল না মোদীর রোষ থেকে, আমেরিকা থেকে সন্ত্রাসবাদ নিয়ে চীনকে চরম হুঁশিয়ারি মোদীর

বাংলা হান্ট ডেস্কঃ আমেরিকা সফরে যাওয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানের পৃষ্ঠপোষক চীনের উপর কড়া আক্রমন করেন। উনি চীনের উপর আক্রমণ করে বলেন, জঙ্গিদের ফান্ড আর হাতিয়ার দেওয়া বন্ধ করুন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিউ ইয়র্কে আয়োজিত ‘লিডার্স ডায়লগ” এর মঞ্চ থেকে চীনের উপর আক্রমণ করেন। এই মঞ্চে গোটা বিশ্বের নেতারা সন্ত্রাসবাদ আর হিংসা নিয়ে নিজের বক্তব্য পেশ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, গোটা বিশ্বের নেতারা যেমন ভাবে জলবায়ু পরিবর্তন চ্যালেঞ্জ জানিয়ে একজোট হয়েছে, ঠিক এমন ভাবেই তাঁদের সন্ত্রাসবাদকে নির্মূল করার জন্য এক হতে হবে।

2 1

এই বৈঠকে বিদেশ মন্ত্রালয়ের সচিব গিতেশ শর্মা বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন সন্ত্রাসবাদীদের হাতিয়ার আর টাকা দেওয়া উচিত না। আর এর জন্য প্রয়োজন হল, রাষ্ট্র সংঘে এফএটিএফ এর মতো ইস্যু নিয়ে যেন রাজনীতি বন্ধ হয়। উনি এও বলেছেন যে, বিশ্বের যেকোন দেশেই হামলা হোক না কেন, সেটিকে ভালো আর খারাপ সন্ত্রাসী হামলার নাম দেওয়া উচিত না।”

প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের যেকোন প্রান্তে হওয়া সন্ত্রাসী হামলাকে সন্ত্রাস বলেই মানা উচিত। সেগুলোকে, বড়, ছোট অথবা ভালো, খারাপ বলে যেন না মানা হয়। উনি বলেন, দ্বিপাক্ষিক আর এলাকা ভিত্তিক গোপন তথ্য আদান প্রদানের প্রক্রিয়া আরও উন্নত করা প্রয়োজন। ভারতের অনুভব বয়ান করার সময় প্রধানমন্ত্রী বলেন, গণতান্ত্রিক মূল্য, বিবিধতা আর উন্নয়ন হল সন্ত্রাসবাদ, কট্টরপন্থা এবং জাতিবাদের আগুনে ঘি ঢালা বিচারধারা গুলোর বিরুদ্ধে প্রধান হাতিয়ার।

 

Koushik Dutta

সম্পর্কিত খবর