বাংলাহান্ট ডেস্ক : মোমিনপুর হিংসা (Mominpore Violation) নিয়ে জল গড়িয়েছে অনেক দূর। কেন্দ্রের নির্দেশে এবার তদন্ত শুরু করতে চলেছে এনআইএ (NIA)। ইতিমধ্যে এই ঘটনায় আধকারিকরা প্রাথমিক ভাবে একটি অভিযোগ দায়ের করেছেন বলে জানা যাচ্ছে। বুধবার সেই অভিযোগ-এর কপি নগর দায়রা আদালতে জমা দিয়ে তদন্ত শুরু করবেন এনআইএ-র আধিকারিকরা।
মোমিনপুর হিংসায় এনআইএ তদন্ত হবে কি না সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য কেন্দ্রকেই আদেশ দেয় আদালত। রায়ে আদালত জানায়, রাজ্যের পাঠানো রিপোর্ট দেখে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে কেন্দ্র সরকারকেই। রবিবার কেন্দ্রের তরফে জানানো হয়েছিল, তদন্তভার গ্রহণ করবে এনআইএ। গতকাল মঙ্গলবার সঠিক পদ্ধতি মেনে তদন্তভার গ্রহণ করতে আফআইআর রজু করলেন এনআইএ-র গোয়েন্দা আধিকারিকরা।
এনআইএ সূত্রে জানা গিয়েছে, ইকবালপুর থানা থেকে এই ঘটনার তদন্ত শুরু করবেন গোয়েন্দারা। ইকবালপুর থানা এবং লালবাজারের তদন্তকারী আধিকারিকদের সঙ্গে কথা বলে সেদিন কী ঘটেছিল তা বোঝার চেষ্টা করবেন। ইকবালপুর হিংসায় এখনো পর্যন্ত ৫টি এফআইআর দায়ের করেছে কলকাতা পুলিশ। কলকাতার নগরপাল বিনীত গোয়েল জানান, এই ঘটনায় এখনও পর্যন্ত ৪৫ জনকে গ্রেফতার করেছে পুলিস।
লক্ষ্মীপুজোর রাতে ও তার পরদিন কলকাতার মোমিনপুরে ভয়ংকর সাম্প্রদায়িক হিংসা ছড়ায়। আগুন লাগিয়ে দেওয়া হয় একাধিক দোকানে। ভাঙচুর হয় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গাড়ি ও মোটরসাইকেল। কলকাতা পুলিসের এক আধিকারিককে লক্ষ্য করে পেট্রোল বোমাও ছোড়ে হামলাকারীরা। তাতে গুরুতর আহত হন তিনি। ভাঙচুর চলে একবালপুর থানাতেও। এবার এই ঘটনার তদন্তেই রাজ্যে এনআইএ।