এবার ATM থেকে কেউ আর পারবে না আপনার পয়সা চুরি করতে! SBI আনল সুপার সিকিউরিটি

বাংলাহান্ট ডেস্কঃ এটিএম (ATM) কার্ড চুরি গেলেও এখন আর চিন্তার কারন নেই। কারণ চুরি যাওয়া কার্ড থেকে কোনভাবেই তোলা যাবে না, টাকা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানাচ্ছে এমনটাই। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) জানাচ্ছে এমন একটি সিকিউরিটি এনেছে যে কোনমতেই আপনি ছাড়া অন্য কেউ আপনার এটিএম থেকে টাকা তুলতে পারবে না। এমনকি আপনার কার্ড এবং পাসওয়ার্ড জানার পরেও।

জানা যাচ্ছে, এস বি আই এর এই নতুন পরিসেবায় শুধুমাত্র এটিএম পিন নয় নয় বাধ্যতামূলকভাবে প্রবেশ করাতে হবে ও টি পি ও। এটিএম মেশিনে ওটিপি দেওয়ার পরেই আপনি লেনদেন করতে পারবেন।স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মনে করছে যে বর্তমানে ক্রমাগত বাড়তে থাকা এটিএম জালিয়াতি এই প্রক্রিয়া দ্বারা ঠেকানো সম্ভব হবে। প্রসঙ্গত গত কয়েক বছরে কলকাতা শহর সহ সারাদেশে উল্লেখযোগ্যভাবে বেড়েছে ব্যাংক জালিয়াতি।

ATM sbi 640x420 1

কিছুদিন আগেই দক্ষিণ কলকাতার বেশ কিছু অঞ্চলে ক্রমাগত এটিএম জালিয়াতির ঘটনা ঘটেছিল। একই সাথে বিভিন্ন অঞ্চল থেকে পাওয়া যাচ্ছে অনলাইন ব্যাংকিং পেটিএম গুগোল পে প্রভৃতি অনলাইন লেনদেনে চুরির ঘটনা। দেশব্যাপী বাড়তে থাকা এই চুরির ঘটনা এটিএম ও অনলাইন ব্যাংকিং ব্যবহারকারী দের মধ্যে তৈরি করেছে ভয়।

তাই লেনদেনকে আরও সুরক্ষিত করতে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই পদক্ষেপ নিয়েছে।কিছুদিন আগেই দক্ষিণ কলকাতার বেশ কিছু অঞ্চলে ক্রমাগত এটিএম জালিয়াতির ঘটনা ঘটেছিল। একই সাথে বিভিন্ন অঞ্চল থেকে পাওয়া যাচ্ছে অনলাইন ব্যাংকিং পেটিএম গুগোল পে প্রভৃতি অনলাইন লেনদেনে চুরির ঘটনা। দেশব্যাপী বাড়তে থাকা এই চুরির ঘটনা এটিএম ও অনলাইন ব্যাংকিং ব্যবহারকারী দের মধ্যে তৈরি করেছে ভয়। তাই লেনদেনকে আরও সুরক্ষিত করতে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই পদক্ষেপ নিয়েছে।


সম্পর্কিত খবর