বাংলা হান্ট ডেস্ক: মোবাইলপ্রেমীদের পছন্দের তালিকায় একদম প্রথমসারিতেই থাকে OnePlus-এর স্মার্টফোনগুলি। এই কোম্পানির স্মার্টফোনের লুক এবং ফিচার্স খুব সহজেই আকৃষ্ট করে সবাইকে। এমতাবস্থায়, OnePlus চলতি বছর তার সবথেকে বহুপ্রতিক্ষিত সিরিজ লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গিয়েছে। এই সিরিজটি হল OnePlus Nord 3 সিরিজ। যেটিতে থাকবে তিনটি স্মার্টফোন। সেগুলি হল Nord CE 3 Lite, Nord CE 3, এবং Nord 3।
এদিকে, ইতিমধ্যেই একটি নির্ভরযোগ্য সূত্রের টুইট মারফত জানা গিয়েছে যে, আগামী ৪ এপ্রিল OnePlus Nord CE 3 Lite 5G-র লঞ্চের ঘোষণাটি করা হবে। আর তারপর থেকেই এই 5G ফোনের প্রসঙ্গে তুমুল আগ্রহ পরিলক্ষিত হয়েছে। এমতাবস্থায়, বর্তমান প্রতিবেদনে OnePlus Nord CE 3 Lite 5G সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।
প্রথমেই জানিয়ে রাখি যে, OnePlus Nord 3 চলতি বছরের জুলাই মাসে লঞ্চ হতে পারে বলে জানা গিয়েছে। এটি OnePlus Ace 2V-র একটি রিব্র্যান্ডেড সংস্করণ হতে পারে। যা সম্প্রতি চিনে লঞ্চ করা হয়েছে। এদিকে, ইতিমধ্যেই OnLeaks, OnePlus Nord CE 3-এর স্পেক্স শিট শেয়ার করেছে। সেটি অনুসারে জানা গিয়েছে, OnePlus Nord CE 3 Lite 5G স্মার্টফোনটি Snapdragon 782G দ্বারা চালিত হবে। তবে, মনে করা হচ্ছে যে, SD695 দ্বারা চালিত এই ডিভাইসটি Nord CE 3 Lite আকারে বাজারে লঞ্চ হবে।
OnePlus Nord CE 3 Lite 5G-র স্পেসিফিকেশন: প্রসঙ্গত উল্লেখ্য যে, OnePlus Nord CE 3 Lite 5G স্মার্টফোনটিতে 120hz রিফ্রেশ রেট এবং FHD+ রেজোলিউশন সহ একটি 6.7-ইঞ্চির IPS LCD প্যানেল থাকবে। এছাড়াও, ফোনটির পেছনে একটি ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে। যেটিতে 108 মেগাপিক্সেল (মেন) + 2 মেগাপিক্সেল (ডেপথ) + 2 মেগাপিক্সেল (ম্যাক্রো) লেন্স উপলব্ধ হবে। এর পাশাপাশি, সামনে একটি 16MP-র সেলফি ক্যামেরাও থাকবে।
কত হবে দাম: এছাড়াও, OnePlus Nord CE 3 Lite 5G স্মার্টফোনে 5,000mAh-এর ব্যাটারি থাকবে যা 67W দ্রুত চার্জিং সমর্থন করতে সক্ষম। ডিভাইসটি Android 13 OS মারফত বুট হবে। পাশাপাশি, এই স্মার্টফোনে একটি সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং একটি মাইক্রোএসডি কার্ড স্লটও থাকবে। জানা গিয়েছে, Nord CE 3 Lite দু’টি ভেরিয়েন্টে উপলব্ধ হবে। যার মধ্যে একটি হল 8 GB RAM + 128 GB স্টোরেজ বিশিষ্ট এবং অপরটিতে 12 GB RAM + 256 GB স্টোরেজ উপলব্ধ থাকবে। এমতাবস্থায়, অনুমান করা হচ্ছে ফোনটির দাম হতে পারে ১৮ থেকে ২০ হাজারের মধ্যেই।