বাংলা হান্ট ডেস্ক: পতঞ্জলি আয়ুর্বেদ (Patanjali Ayurveda) একটি বড় পদক্ষেপ গ্রহণ করতে চলেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এবার সফ্টওয়্যার সেক্টরে প্রবেশের প্রস্তুতি নিচ্ছে বাবা রামদেবের (Baba Ramdev) এই সংস্থা। প্রসঙ্গত উল্লেখ্য যে, ইতিমধ্যেই FMCG মার্কেটে একটি বড় অংশ দখল করার পর এবার পতঞ্জলি আয়ুর্বেদ সফ্টওয়্যার সেক্টরে এন্ট্রির জন্য কয়েকশ কোটি টাকা খরচ করতে প্রস্তুত বলেও জানা গিয়েছে।
কোন কোম্পানি কিনবে পতঞ্জলি আয়ুর্বেদ: এই প্রসঙ্গে সর্বভারতীয় একটি ইংরেজি সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী সামনে এসেছে যে, ঋণে ডুবে থাকা সফ্টওয়্যার কোম্পানি Rolta India-র প্রতি নজর রয়েছে পতঞ্জলি আয়ুর্বেদের। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, ওই কোম্পানি কেনার জন্য ইতিমধ্যেই পতঞ্জলি প্রায় ৮৩০ কোটি টাকার অফার করেছে। এমতাবস্থায়, এই অল-ক্যাশ অফার গৃহীত হলে সংস্থাটির সফ্টওয়্যার সেক্টরে প্রবেশের ক্ষেত্রে কোনো বাধা থাকবে না।
Rolta India: প্রসঙ্গত উল্লেখ্য যে, Rolta India হল এমন একটি সফ্টওয়্যার কোম্পানি, যার মূল লক্ষ্য প্রতিরক্ষা খাত সম্পর্কিত প্রযুক্তি পরিষেবাগুলির ওপর রয়েছে। তবে, বর্তমানে এই সংস্থা প্রবল ঋণের মধ্যে ডুবে রয়েছে। জানা গিয়েছে যে, ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাছে সংস্থাটির ঋণ রয়েছে ৭,১০০ কোটি টাকা। তবে, এখানেই শেষ নয়। এর পাশাপাশি সিটি গ্রুপ সহ বিদেশি বন্ডহোল্ডারদের কাছ থেকে আরও ৬,৬৯৯ কোটি টাকা বকেয়া রয়েছে। আর এইভাবেই এই সফ্টওয়্যার কোম্পানির মোট ঋণ প্রায় ১৪ হাজার কোটি টাকা হয়ে গিয়েছে।
আরও পড়ুন: লক্ষ লক্ষ Paytm গ্রাহকদের জন্য দরজা খুলে দিল SBI! RBI-এর নিষেধাজ্ঞার পর বড় পরিকল্পনা ব্যাঙ্কের
এদিকে, পতঞ্জলি একটি গুরুত্বপূর্ণ সময়ে এই অফারটি পেশ করেছে। কারণ, গত সপ্তাহেই ঋণদাতা ব্যাঙ্কগুলি আশদান প্রপার্টিজকে সর্বোচ্চ দরদাতা হিসাবে ঘোষণা করেছে। এদিকে, পতঞ্জলি NCLT-এর মুম্বাই বেঞ্চকে তার প্রস্তাব বিবেচনা করার জন্য অনুরোধ করে। যেটির বিরোধিতা করে আশদান প্রপার্টিজ। এমতাবস্থায়, উভয় পক্ষের কথা শোনার পর NCLT এই সিদ্ধান্তের বিষয়টি ঋণদাতাদের কমিটির ওপর অর্পণ করেছে।
আরও পড়ুন: পেট্রোল-CNG-র চেয়েও চলবে সস্তায়! খরচের চিন্তা কমিয়ে দেবে নতুন WagonR, রয়েছে দুর্দান্ত ফিচার্স
পাশাপাশি, সূত্রের উল্লেখ করে রিপোর্টে জানানো হয়েছে, পতঞ্জলির প্রস্তাব বিবেচনা করার বিষয়ে পাওনাদারদের কমিটি আইনি মতামত নিচ্ছে। এছাড়াও, সূত্র এটাও জানিয়েছে, বর্তমানে ঋণদাতাদের কাছে উপলব্ধ অফারের তুলনায় পতঞ্জলির অফারটি বড় এবং ভালো। তাই, সামগ্রিক দিক বিচার করে পতঞ্জলির এই প্রস্তাব বিবেচনা গ্রহণ করার বিষয়টি ঋণদাতা ব্যাঙ্কগুলির জন্য একটি লাভজনক চুক্তি হতে পারে এবং এর পাশাপাশি এইভাবেই পতঞ্জলি আয়ুর্বেদ সফ্টওয়্যার সেক্টরে এন্ট্রি নিতে পারে।