রেলের যাত্রীদের জন্য বিরাট সুযোগ! এবার এই জিনিসটি ব্যবহার করুন একদম বিনামূল্যে

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে যত দিন এগোচ্ছে ততই পাল্লা দিয়ে ট্রেনের যাত্রী সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। মূলত, আমাদের দেশে স্থিত গণপরিবহণগুলির তুলনায় রেলপথে (Indian Railways) যাতায়াতের ক্ষেত্রে খরচ অনেকটাই কম। পাশাপাশি, দূরপাল্লার সফরের ক্ষেত্রেও ট্রেনের জুড়ি মেলা ভার। সেই কারণেই ক্রমশ গুরুত্ব বাড়ছে রেলপথের।

এমতাবস্থায়, যাত্রীদের কথা মাথায় রেখে তাঁদের সুবিধার্থে রেলের পক্ষ থেকেও একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। শুধু তাই নয়, যাতায়াতের সময়ে যাত্রীদের স্বাচ্ছন্দ্য দিতে রেলের তরফে বিভিন্ন পরিষেবাও চালু করা হয়। বর্তমান প্রতিবেদনে আজ আমরা আপনাদের কাছে রেলের এমন একটি পরিষেবার প্রসঙ্গ উপস্থাপিত করব যেটির ব্যবহার যাত্রীরা সম্পূর্ণ বিনামূল্যেই করতে পারবেন।

মূলত, প্রতিদিন হাজার হাজার যাত্রী রেল স্টেশনগুলিতে আসেন। এমন পরিস্থিতিতে ট্রেন লেট হলে কিংবা সেই সময়ে নির্দিষ্ট রুটের ট্রেন না থাকলে স্টেশনেই এসে অপেক্ষা করতে হয় তাঁদের। তবে, এবার স্টেশনে উপস্থিত যাত্রীদের জন্য রেলের পক্ষ থেকে একটি বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে।

ফ্রি ওয়াই-ফাই: বর্তমানে দেশে ডিজিটাল পদ্ধতির প্রসার ঘটছে। এই আবহে ওয়াই-ফাই-এর ব্যবহারও অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এমতাবস্থায়, রেলের পক্ষ থেকে যাত্রীদের স্টেশনে ফ্রি ওয়াই-ফাই ব্যবহারের সুবিধা দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, ইতিমধ্যেই কয়েক হাজার রেল স্টেশনে যাত্রীদের কোনো চার্জ ছাড়াই ওয়াই-ফাই প্রদান করা হয়। যার ফলে যাত্রীদেরও সুবিধা হয়।

free wifi at railway station

ওয়াই-ফাই ব্যবহার: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, এখনও পর্যন্ত ভারতে রেলওয়ে নেটওয়ার্কের অন্তর্ভুক্ত হাজার হাজার স্টেশন ওয়াই-ফাই সিস্টেমের সাথে সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে প্রতিটি স্টেশনে ওয়াই-ফাই দেওয়ার ব্যবস্থাও নেওয়া হচ্ছে রেলের তরফে। এমতাবস্থায়, কোনো যাত্রী যদি রেল স্টেশনে যান এবং তাঁর ট্রেন আসার ক্ষেত্রে কিছুটা সময় বাকি থাকে, সেক্ষেত্রে রেলস্টেশনে উপলব্ধ ওয়াই-ফাই তিনি সহজেই ব্যবহার করতে পারবেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর