বাংলা হান্ট ডেস্ক: এবার একটি বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, একটি কেন্দ্রীয় সংস্থার কলকাতার দপ্তরে রয়েছে কাজের (Recruitment) সুযোগ। মূলত, ICAR তথা Indian Council of Agricultural Research-এ রয়েছে কর্মখালি। ইতিমধ্যেই এই সংস্থার তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বর্তমান প্রতিবেদনে আজ আমরা এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি।
কেন্দ্রীয় সংস্থার কলকাতার দপ্তরে রয়েছে চাকরির (Recruitment) সুযোগ:
কোন পদে করা হবে নিয়োগ: প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে যে, সংশ্লিষ্ট সংস্থার ন্যাশনাল ব্যুরো অফ সয়েল সার্ভে অ্যান্ড ল্যান্ড ইউজ প্ল্যানিং-এর কলকাতার দপ্তরে একটি গবেষণা প্রকল্পের জন্য জুনিয়র প্রোজেক্ট অ্যাসোসিয়েট প্রয়োজন।
শিক্ষাগত যোগ্যতা: এই পদে আবেদনের ক্ষেত্রে ইচ্ছুক প্রার্থীদের অবশ্যই রসায়ন বা কৃষিবিদ্যার মধ্যে যেকোনও একটিতে স্নাতকোত্তর যোগ্যতা থাকতে হবে। এর পাশাপাশি কেমিক্যাল ল্যাবরেটরিতে কাজের অভিজ্ঞতা থাকলে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে বলেও জানা গিয়েছে।
প্রয়োজনীয় শর্ত: আবেদনকারীদের বাংলার পাশাপাশি হিন্দি এবং ইংরেজি ভাষাতেও সাবলীল হতে হবে। এছাড়াও, চুক্তির ভিত্তিতে নিযুক্তদের (Recruitment) নির্দিষ্ট সময়ের জন্য এক্ষেত্রে কাজ করতে হবে। এক্ষেত্রে, প্রথমে মোট ১২ মাসের চুক্তিতে কাজ করতে হবে। পরে কাজের পরিপ্রেক্ষিতে এই মেয়াদ বাড়ানো হতে পারে।
আরও পড়ুন: রোহিত শর্মাকে RCB কিনতে চাইলে করতে হবে কত খরচ? জানিয়ে দিলেন অশ্বিন
বয়স: আবেদনকারীদের বয়স থাকতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে।
নিয়োগ পদ্ধতি: এক্ষেত্রে ইন্টারভিউয়ের মাধ্যমে নির্বাচন (Recruitment) করা হবে প্রার্থীদের। এদিকে, এই পদে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওয়েবসাইটটি দেখে নিতে পারেন ইচ্ছুক প্রার্থীরা।
আরও পড়ুন: SBI-এর গ্রাহকদের খুলে গেল কপাল! নেওয়া হল বড় সিদ্ধান্ত, এখনই নিন জেনে
ইন্টারভিউয়ের তারিখ: এই সংস্থাটির কলকাতার দপ্তরে আগামী ১ নভেম্বর সরাসরি ওয়াক ইন ইন্টারভিউ সম্পন্ন হবে। যেখানে প্রার্থীদের তাঁদের জীবনপঞ্জি সহ শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নথি সঙ্গে রাখতে হবে বলেও জানা গিয়েছে।