বড়সড় ঝটকা খাবে জনসাধারণ! এবার UPI ও ডেবিট কার্ডের লেনদেনেও চার্জ বসাতে পারে RBI

   

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে সবক্ষেত্রেই পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে। সেই রেশ বজায় রয়েছে আর্থিক লেনদেনের ক্ষেত্রেও। সময়ের সাথে পাল্লা দিয়ে এখন অনলাইন ট্রানজাকশনের (Online Translation) প্রচলন বেড়েছে। এমনকি, দেশের প্রতিটি প্রান্তেই এর ব্যবহার চলছে। সর্বোপরি, এই প্রক্রিয়ার মাধ্যমে অল্প সময়ের মধ্যে এবং নিরাপদে আর্থিক লেনদেন করা যায়। এমতাবস্থায়, ভারতের শহরাঞ্চলে এমনকি গ্রামীণ এলাকাতেও এখন নগদ অর্থের চেয়ে UPI পেমেন্টকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। বিশেষ করে যুবসমাজের কাছে এর গ্রহণযোগ্যতা দিন দিন বাড়ছে। যদিও, এতদিন ডিজিটাল পেমেন্ট সম্পূর্ণ ফ্রি ছিল। কিন্তু বর্তমানে তাতে পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে।

মূলত, আরবিআই (RBI) পেমেন্ট সিস্টেমের উন্নতি এবং পেমেন্ট সেটেলমেন্টের জন্য তৈরি ক্ষেত্রগুলির পরিকাঠামোগত ব্যয় পুনরুদ্ধারের বিকল্পগুলিকে এখন খুঁজছে। অর্থাৎ এখন IMPS-এর মতো UPI-এর ক্ষেত্রেও চার্জ করার ভাবনা চলছে। উভয় ক্ষেত্রেই টাকার ট্রান্সফার করা যায়। সেক্ষেত্রে UPI-তেও লেনদেনের পরিমানের ওপর চার্জ নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।

শুধু তাই নয়, UPI-এর পাশাপাশি, রিজার্ভ ব্যাঙ্ক ডেবিট কার্ড লেনদেন, আরটিজিএস, এনইএফটি ইত্যাদির ক্ষেত্রেও চার্জ সম্পর্কে সকলের কাছ থেকে প্রতিক্রিয়া চেয়েছে। এই প্রসঙ্গে একটি প্রতিবেদন অনুযায়ী জানা গিয়েছে, রিজার্ভ ব্যাঙ্ক যদি ডেবিট কার্ড পেমেন্ট সিস্টেম, RTGS পেমেন্ট (রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট) এবং NEFT (ন্যাশনাল ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার)-এর জন্য চার্জ ধার্য করে তা অযৌক্তিক হবে না। কারণ এইগুলির জন্য সঠিক পরিকাঠামো তৈরিতে বিশাল বিনিয়োগ করা হয়েছে।

card upi image

পাশাপাশি, এটিকে রিজার্ভ ব্যাঙ্কের অর্থ উপার্জনের জন্য বিকল্প খোঁজের উপায় হিসাবে দেখা উচিত নয়। বরং সামগ্রিকভাবে এই বিষয়টিকে সিস্টেমের বিকাশ এবং পরিচালনার ব্যয় পুনরুদ্ধারের প্রচেষ্টা হিসাবে দেখা উচিত। এছাড়াও, ওই প্রতিবেদনে বলা হয়েছে যে যদিও UPI মানুষকে ডিজিটাল পেমেন্টের দিকে আকৃষ্ট করেছে। এমতাবস্থায়, আরও কিছু সময়ের পরে এই প্রক্রিয়ার মধ্যে চার্জের অন্তর্ভুক্তিকরণ করা যেতে পারে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর