এবার পুরিগামী বন্দে ভারতে হামলা, পাথরের ঘাঁয়ে ভেঙে চুরমার জানালার কাঁচ! বিপাকে যাত্রীরা

বাংলা হান্ট ডেস্ক : চলতি বছরের শুরু হয় দেশের প্রথম সেমি হাইস্পিড ট্রেন ‘বন্দে ভারত এক্সপ্রেস’ (Vande Bharat)। তবে যাত্রী পরিষেবার পর থেকেই একটার পর একটা দুর্ঘটনার সম্মুখীন হয়ে চলেছে এই ট্রেন। কখনও রেল ট্র্যাকে পাথর রাখা হচ্ছে তো কখনও আবার চলছে পাথর ছুড়ে (Stone Pelting) ট্রেনের ক্ষতি করার চেষ্টা। ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে একাধিকবার বন্দে ভারতে পাথর ছোড়ার ঘটনা সামনে এসেছে।

আবারও পাথর ছোড়া হল বন্দে ভারতে

একইরকমভাবে গত রবিবার রাতেও রাউরকেলা-পুরী বন্দে ভারত এক্সপ্রেসকে (Puri-Rourkela Vande Bharat Express) লক্ষ্য করে পাথর ছুড়ে মারার খবর সামনে এল। সোমবার এক বিবৃতিতে এই ঘটনা জানিয়েছে ইস্ট কোচ রেলওয়ে (East Coast Railway)। সূত্রের খবর, এই ঘৃণ্যতম ঘটনাটি ঘটেছে রবিবার রাতে ঢেঙ্কানাল-আঙ্গুল রেলওয়ে সেকশনের মেরামন্ডলি এবং বুধপাঙ্ক স্টেশনের মধ্যে।

১৩ মিনিট দেরিতে পুরী পৌঁছেছে বন্দে ভারত

তবে ভালো খবর এটাই যে, এতে কোনও যাত্রী আহত হয়নি। ক্ষতির মধ্যে এক্সিকিউটিভ ক্লাস কোচের একটি জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং এই ঘটনার কারণে প্রায় ১৩ মিনিট দেরিতে পুরী পৌঁছেছে বুলেট ট্রেনটি। ঘটনার পর রেলওয়ে প্রোটেকশন ফোর্সের (RPF) একজন আধিকারিক বলেন, ‘ECoR-এর নিরাপত্তা শাখা বিষয়টিকে গুরুত্ব সহকারে নিয়েছে এবং রেলওয়ে প্রোটেকশন ফোর্স (RPF) এবং সরকারি রেলওয়ে পুলিশ (GRP) কে সতর্ক করেছে।’

অপরাধীদের খুঁজে বের করবে পুলিশ

পাশাপাশি স্থানীয় পুলিশকেও বিষয়টি সম্পর্কে অবহিত করেছে রেল মন্ত্রণালয়। এবং সেইসাথে পাথর নিক্ষেপকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে বলে খবর। এই প্রসঙ্গে এক আধিকারিক বলেন, ‘স্থানীয় পুলিশের সঙ্গে সমন্বয় করে ECoR-এর নিরাপত্তা শাখা অপরাধীদের খুঁজে বের করার জন্য তদন্ত শুরু করেছে।’

stones pelted at vande bharat express 272552652 16x9 0

চিন্তার ভাঁজ রেল আধিকারিকদের কপালে

যদিও এখনও পর্যন্ত ঘটনায় কাউকে চিহ্নিত করা সম্ভব হয়নি। তবে বন্দে ভারতের (Vande Bharat Express) উপর পাথর হামলা নতুন কিছু নয়। এর আগে একাধিক রুটে বারবার বন্দে ভারতের ক্ষতিসাধনের জন্য হামলার ঘটনা ঘটেছে। স্বাভাবিকভাবেই এই ঘটনায় চিন্তার ভাঁজ পড়েছে রেল আধিকারিকদের কপালে। উল্লেখ্য, মাসখানেক আগেই রাউরকেলা-ভুবনেশ্বর বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express) উদ্বোধন করে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।


Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর