গ্রাহকদের জন্য বড় পদক্ষেপ! এবার এই গুরুত্বপূর্ণ প্রকল্পগুলির জন্য বিশেষ সুবিধা চালু করল SBI

বাংলা হান্ট ডেস্ক: আমাদের দেশের বৃহত্তম ব্যাঙ্ক হিসেবে বিবেচিত হয় SBI (State Bank Of India)। সমগ্র দেশজুড়ে কোটি কোটি গ্রাহক রয়েছে এই ব্যাঙ্কের। এমতাবস্থায়, গ্রাহকদের সুবিধার্থে প্রায়শই একের পর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয় এই ব্যাঙ্কের তরফে। সেই রেশ বজায় রেখে SBI গত শুক্রবার গ্রাহকদের জন্য আধারের মাধ্যমে সামাজিক সুরক্ষা প্রকল্পগুলিতে রেজিস্ট্রেশনের সুবিধা চালু করেছে। নতুন এই সুবিধাটি শুরু করে SBI-এর চেয়ারম্যান দীনেশ খারা জানিয়েছেন যে, এটি বিভিন্ন সামাজিক নিরাপত্তা স্কিমে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সহজ করবে। পাশাপাশি, এই সুবিধাটি ব্যাঙ্কের গ্রাহক পরিষেবা কেন্দ্রে (CSP) পাওয়া যাবে।

এই প্রসঙ্গে ব্যাঙ্কের তরফে একটি বিবৃতির মাধ্যমে জানানো হয়েছে যে, গ্রাহকদের প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা, প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা এবং অটল পেনশন যোজনার মতো প্রকল্পগুলিতে অংশগ্রহণের জন্য গ্রাহক পরিষেবা কেন্দ্রগুলিতে আধার কার্ড বহন করতে হবে।

   

Now SBI has introduced special facilities for these important schemes

লাগবে না পাসবুক: অর্থাৎ, এই উদ্দেশ্যে গ্রাহকদের আর CSP-তে পাসবুক বহন করতে হবে না। খারা জানান, নতুন এই সুবিধার লক্ষ্য হল আর্থিক নিরাপত্তা অর্জনের ক্ষেত্রে সমস্ত বাধা দূর করে সমাজের প্রতিটি অংশকে ক্ষমতাশীল করা। এছাড়াও, এর মাধ্যমে সামাজিক নিরাপত্তা প্রকল্পের পরিধি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে অনুমান করা হচ্ছে।

আরও পড়ুন: বড় পদক্ষেপ কেন্দ্রীয় ব্যাঙ্কের! লোন নেওয়ার আগে অবশ্যই জেনে নিন RBI-এর এই নতুন নিয়ম

সামাজিক নিরাপত্তা প্রকল্পে কি কি সুবিধা পাওয়া যায়: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা (PMJJBY) হল একটি এক বছরের জীবন বিমা প্রকল্প। যা যেকোনো কারণে মৃত্যুর ক্ষেত্রে কভারেজ প্রদান করে। এখানে বার্ষিক মাত্র ৪৩৬ টাকার প্রিমিয়ামে ২ লক্ষ টাকার জীবন বিমা কভার পাওয়া যায়। এদিকে, প্রধানমন্ত্রী নিরাপত্তা বিমা যোজনা (PMSBY) হল এক বছরের দুর্ঘটনা বিমা প্রকল্প। যা দুর্ঘটনার কারণে মৃত্যু বা অক্ষমতার জন্য কভারেজ প্রদান করে। পাশাপাশি, অটল পেনশন যোজনার (APY) অধীনে, বিমা করা ব্যক্তি ৬০ বছর বয়সের পরে এক হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত একটি নিশ্চিত ন্যূনতম মাসিক পেনশন পান।

আরও পড়ুন: ৫ লক্ষ বিনিয়োগ করে পেয়ে যান ১০ লক্ষ! SBI-এর এই FD-তে বিনিয়োগ করলেই হয়ে যাবেন মালামাল

উল্লেখ্য যে, SBI হল মার্কেট ক্যাপিটালাইজেশনের দিক থেকে দেশের বৃহত্তম সরকারি ব্যাঙ্ক। এছাড়াও, সম্পদ, ডিপোজিট, শাখা, গ্রাহক এবং কর্মচারী ইত্যাদির দিক থেকে অন্যান্য সমস্ত ব্যাঙ্কের থেকে এগিয়ে রয়েছে SBI। ২০২৩ সালের জুন মাস পর্যন্ত, SBI-এর মোট ব্যাঙ্ক ডিপোজিটের পরিমাণ হল ৪৫.৩১ লক্ষ কোটি টাকারও বেশি। পাশাপাশি, এই ব্যাঙ্ক ৩৩ লক্ষ কোটি টাকারও বেশি লোন বন্টন করেছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর