আর নেই চিন্তা! এবার Tata নিয়ে এল পোর্টেবল AC, ২ মিনিটে ঘর হয়ে যাবে হিমালয়ের মতো ঠান্ডা

বাংলা হান্ট ডেস্ক: গরমের মরশুম আসার সাথে সাথেই বৃদ্ধি পায় AC (Air Conditioning)-র ব্যবহার। শুধু তাই নয়, এই সময়টায় পাল্লা দিয়ে বৃদ্ধি পায় AC কেনার প্রবণতাও । এমতাবস্থায়, অনেকেই AC কেনার জন্য অত্যাধিক টাকা খরচ করে ফেললেও সঠিক AC কিনতে পারেন না। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, AC কেনার ক্ষেত্রে আরও একটি বাধা হয়ে দাঁড়ায় সেটির ইনস্টলের বিষয়টি। তবে, বর্তমান প্রতিবেদনে আজ আমরা আপনাদের কাছে এমন একটি AC-র প্রসঙ্গ উপস্থাপিত করব যেটি হল পোর্টেবল এয়ার কন্ডিশনার। শুধু তাই নয়, Tata-র মতো ভরসাযোগ্য কোম্পানি এই AC (Air Conditioning) তৈরি করেছে। যার ফলে আপনি নিশ্চিন্তে এটি ব্যবহার করতে পারেন।

Tata নিয়ে এল দুর্দান্ত পোর্টেবল AC (Air Conditioning):

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, Tata-র তরফে Croma 1.5 Ton Portable AC (Air Conditioning) লঞ্চ করা হয়েছে। এই দুর্দান্ত AC-টি মাত্র ২ মিনিটেই আপনার রুম ঠান্ডা করে দিতে সক্ষম। এছাড়াও যেহেতু এটি একটি পোর্টেবল AC তাই আপনি খুব সহজেই এটিকে স্থানান্তরিত করতে পারেন। এছাড়াও, এই AC অন্যান্য এয়ার কন্ডিশনারগুলির তুলনায় কম বিদ্যুৎ খরচ করে এবং বেশি শীতলতা প্রদান করে। বর্তমান প্রতিবেদনে আজ আমরা এই AC সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি।

   

Now Tata brought portable air conditioning.

Croma 1.5 Ton Portable AC: প্রসঙ্গত উল্লেখ্য যে, Chroma হল Tata-র একটি সংস্থা যেটি বিগত বেশ কয়েক বছর ধরে গ্রাহকদের জন্য কম দামে হোম অ্যাপ্লায়েন্স তৈরি করছে। পাশাপাশি, ওই প্রোডাক্টগুলি গ্রাহকদের মধ্যে তুমুল জনপ্রিয়তাও অর্জন করেছে। এখনও পর্যন্ত এই কোম্পানির সবচেয়ে বেশি বিক্রি হওয়া পণ্য হল এই Croma 1.5 Ton Portable AC (Air Conditioning)। যেটিতে কপার কনডেন্সার ব্যবহার করা হয়েছে।

আরও পড়ুন: টাটা-বিড়লা নয়….দেশের প্রাচীনতম ব্যবসায়িক গ্রুপ হল এটাই, নাম জানলে হয়ে যাবেন অবাক

Croma 1.5 Ton Portable AC টি ১ বছরের কম্প্রেসিভ ওয়ারেন্টি এবং ৫ বছরের কম্প্রেসার ওয়ারেন্টি সহ উপলব্ধ হয়। এদিকে, এই পোর্টেবল AC (Air Conditioning) ২,৩০০ ওয়াট শক্তি খরচ করে। এই পোর্টেবল AC-টিকে ১২০ বর্গফুটের ঘরের জন্য সেরা পোর্টেবল AC বলে মনে করা হয়। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, Croma 1.5 Ton Portable AC-তে সেলফ ডায়াগনোসিস এবং স্লিপ মোডের মতো সুবিধা রয়েছে।

আরও পড়ুন: বিরাট কারনামা করে দেখালেন NASA-র বিজ্ঞানীরা! সন্ধান মিলল পৃথিবীর মতোই আরেকটি গ্রহের

দাম: এবারে আমরা যদি এই পোর্টেবল AC (Air Conditioning)-র দামের দিকে তাকাই, সেক্ষেত্রে অফিসিয়াল ওয়েবসাইটে এই পোর্টেবল AC-র প্রারম্ভিক মূল্য হল ৪৩,০০০ টাকা। মূলত, ডিসকাউন্টের পর এই দাম ৪৩,০০০ টাকায় দাঁড়িয়েছে। নাহলে এই পোর্টেবল AC-র আসল দাম হল ৫০,০০০ টাকা। কিন্তু কোম্পানি এই পোর্টেবল AC-তে একটি অফার দিচ্ছে। আপনি Croma 1.5 Ton Portable AC-টি মাত্র ২,০০০ টাকার এর মাসিক কিস্তিতে কিনতে পারেন। তবে এর জন্য আপনার অবশ্যই একটি ক্রেডিট কার্ড থাকতে হবে। আপনি Croma কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েই এই পোর্টেবল AC টি সহজেই কিনতে পারবেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর