অবাঞ্ছিত কল থেকে মিলবে মুক্তি! এবার ফোনের স্ক্রিনে ভেসে উঠবে কলারের নাম ও নম্বর, কবে থেকে শুরু পরিষেবা?

বাংলা হান্ট ডেস্ক: এবার অবাঞ্ছিত কলের ঝামেলা থেকে মিলবে মুক্তি! শুধু তাই নয়, খুব শীঘ্রই এবার থেকে আপনার ফোনে যিনি কল করবেন তাঁর নম্বরটির পাশাপাশি নামও আপনি দেখতে পাবেন। হ্যাঁ, টেলিকম রেগুলেটর TRAI (Telecom Regulatory Authority of India) টেলিকমিউনিকেশন নেটওয়ার্কে এমন একটি পরিষেবা শুরু করার সুপারিশ করেছে। যার মাধ্যমে মোবাইল স্ক্রিনে কল করা ব্যক্তির নাম দেখা যাবে। এই প্রসঙ্গে TRAI জানিয়েছে যে, “কলিং নেম প্রেজেন্টেশন” (CNAP) পরিষেবার অধীনে, মোবাইল স্ক্রিনে কল করা ব্যক্তির নাম দেখানোর একটি সিস্টেম চালু করা প্রয়োজন। যদিও, টেলিকম কোম্পানিগুলি গ্রাহকদের অনুরোধের ভিত্তিতেই এই সুবিধা দেবে বলেও জানা গিয়েছে।

অবাঞ্ছিত কল থেকে মুক্তি পেতে সাহায্য করবে: উল্লেখ্য যে, কলারের নাম দেখানো হলে বিষয়টি অবাঞ্ছিত কল থেকে পরিত্রাণ পেতে সাহায্য করবে। জানিয়ে রাখি যে, একবার CNAP সুবিধা সক্রিয় হয়ে গেলে, গ্রাহকরা তাঁদের মোবাইল স্ক্রিনে কলারের নাম দেখতে সক্ষম হবেন। TRAI আরও জানিয়েছে যে, সরকারের এই বিষয়ে একটি তারিখ ঘোষণা করা উচিত। এরপর টেলিকম কোম্পানিগুলিকে দেশে বিক্রি হওয়া সব মোবাইলে CNAP সুবিধা দিতে বলা উচিত। উল্লেখ্য যে, মোবাইল সংযোগ নেওয়ার সময় কাস্টমার অ্যাপ্লিকেশন ফর্মে (CAF) যে নাম এবং আইডেন্টিটি প্রুফ দেওয়া হবে তা CNAP পরিষেবার সময় ব্যবহার করা যেতে পারে।

   

Now the name and number of the caller will appear on the phone screen

TRAI ২০২২ সালের নভেম্বরে পরামর্শ চেয়েছিল: বর্তমানে অনেক স্মার্টফোন টুল, Truecaller এবং Bharat Caller-এর মতো অ্যাপ কলারের নাম শনাক্ত করতে এবং স্প্যাম শনাক্ত করার সুবিধা প্রদান করে। তবে, এই সমস্ত পরিষেবাগুলি গ্রাহকদের কাছ থেকে সংগৃহীত ডেটার ওপর ভিত্তি করে হয়। পাশাপাশি, এগুলি কখনোই নির্ভরযোগ্য বলে বিবেচিত হয় না। এমতাবস্থায়, TRAI পরামর্শ দিয়েছে যে, সমস্ত অ্যাক্সেস পরিষেবা প্রদানকারীরা তাদের গ্রাহকদের অনুরোধের ভিত্তিতে CNAP পরিষেবা প্রদান করবে। TRAI ২০২২ সালের নভেম্বরে এই বিষয়ে পরামর্শ চেয়ে একটি কনসালটেশন লেটার জারি করেছিল।

আরও পড়ুন: পড়ুয়াদের জন্য বড় পদক্ষেপ! বই খুলে দেওয়া যাবে পরীক্ষা, কবে থেকে হবে শুরু? জেনে নিন বিস্তারিত

CNAP: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, CNAP হল একটি নতুন প্রযুক্তি। যেটির মাধ্যমে আপনার ফোনের স্ক্রিনে নাম ও কলারের নম্বর দেখা যায়। এখন আপনি একটি কল পেলে সেক্ষেত্রে শুধুমাত্র নম্বর দেখতে পান। কিন্তু CNAP-এর মাধ্যমে আপনি নম্বরের সাথে সাথে এটাও দেখতেও পাবেন যে, কে আপনাকে ফোন করেছেন!

আরও পড়ুন: ম্যাচ শেষেই ঘটে গেল বিপদ, আচমকাই মৃত্যু ভারতীয় ক্রিকেটারের! শোকের ছায়া ক্রিকেট জগতে

কিভাবে CNAP কাজ করবে: নামের রেজিস্ট্রেশনের ভিত্তিতে এটি কাজ করবে। কিছু জায়গায় আপনার নাম স্বয়ংক্রিয়ভাবে আপনার ফোনে রেজিস্টার্ড হয়। কিছু জায়গায় আপনাকে নিজের নাম রেজিস্টার্ড করতে হবে। এছাড়াও, CNAP ডেটা কানেকশন নেওয়ার সময় আপনার দেওয়া ডেটার ভিত্তিতে কাজ করবে। এই তথ্যের ভিত্তিতে, আপনি যখন কাউকে কল করবেন, তখন আপনার নাম এবং নম্বর উভয়ই সেই ব্যক্তির মোবাইল স্ক্রিনে প্রদর্শিত হবে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর