এবার সামনে এল ভারতের ৫ ধনী মহিলার নাম! তালিকায় রয়েছে বড় চমক

বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই Forbes দেশের শ্রেষ্ঠ ধনকুবেরদের তালিকা সামনে এনেছে। যেখানে সবার প্রথমে রয়েছেন রিলায়েন্সের (Reliance) চেয়ারম্যান মুকেশ আম্বানি (Mukesh Ambani)। তবে, ওই তালিকায় কড়া টক্কর দিতে দেখা গিয়েছে ভারতীয় মহিলাদেরও। ওই তালিকা অনুযায়ী, দেশের ধনীতম মহিলা হিসেবে বিবেচিত হচ্ছেন ওপি জিন্দাল গ্রুপের চেয়ারম্যান সাবিত্রী জিন্দাল। এমতাবস্থায়, বর্তমান প্রতিবেদনে আজ আমরা ভারতের ৫ ধনী মহিলার প্রসঙ্গ উপস্থাপিত করছি।

১. সাবিত্রী জিন্দাল: Forbes-এর তালিকা অনুযায়ী, ভারতের মহিলাদের মধ্যে সবথেকে ধনী হলেন ৭৩ বছর বয়সী সাবিত্রী জিন্দাল। বর্তমানে তাঁর মোট সম্পত্তির পরিমান হল ১৭ বিলিয়ন ডলার। ১৯৫০ সালে আসামের তিনসুকিয়াতে জন্মগ্রহণ করেন সাবিত্রী। তিনি ১৯৭০ সালে জিন্দাল গ্রুপের প্রতিষ্ঠাতা ওমপ্রকাশ জিন্দালকে বিয়ে করেন। এদিকে, ২০০৫ সালে স্বামীর মৃত্যুর পর ব্যবসার হাল ধরেন সাবিত্রী। জানা গিয়েছে, তিনি কখনোও স্কুলেই যাননি। অথচ, আজ সাবিত্রী দেশের সবথেকে ধনী মহিলা হিসেবে বিবেচিত হচ্ছেন।

savitri jindal jindal group1 615818ea86dfe
২. রোশনি নাদার মালহোত্রা: গত বছর প্রকাশিত লিডিং ওয়েলথি উইমেন ২০২১-এর রিপোর্ট অনুযায়ী, ভারতের দ্বিতীয় ধনী মহিলা হিসেবে যাঁর নাম রয়েছে তিনি হলেন এইচসিএলের চেয়ারপার্সন রোশনি নাদার মালহোত্রা। তাঁর সম্পত্তির পরিমান হল ৮৪,৩৩০ কোটি টাকা। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, তাঁর বাবা হলেন শিব নাদার। যিনি বর্তমানে দেশের তৃতীয় ধনীতম ব্যক্তি হিসেবে বিবেচিত হচ্ছেন।

roshni nadar 759

৩. রেখা ঝুনঝুনওয়ালা: এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন রেখা ঝুনঝুনওয়ালা। জানিয়ে রাখি যে, রেখা হলেন সদ্য প্রয়াত ভারতীয় ধনকুবের তথা শেয়ার বাজার বিশেষজ্ঞ রাকেশ ঝুনঝুনওয়ালার স্ত্রী। রেখার মোট সম্পদের পরিমান হল ৫.৯ বিলিয়ন ডলার। পাশাপাশি, তিনি এখন ফোর্বস ইন্ডিয়ার ধনী তালিকায় ৩০ নম্বর স্থানেও রয়েছেন।

article l 20221133311262441184000

৪. ফাল্গুনী নায়ার: বর্তমানে দেশের প্রসাধনী জগতে একটি অন্যতম পরিচিত নাম হল Nykaa। এমতাবস্থায়, Nykaa-র প্রতিষ্ঠাতা এবং CEO ফাল্গুনী নায়ার দেশের সবচেয়ে ধনী নারীদের তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন। বর্তমানে তাঁর মোট সম্পদের পরিমান হল ২.৭ বিলিয়ন ডলার। পাশাপাশি, Nykaa-র অর্ধেক এখন ফাল্গুনী নায়ারের কাছেই রয়েছে।

1588582389829

৪. কিরণ মজুমদার সাউ: এই তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন কিরণ মজুমদার সাউ। কিরণ বায়োকোন লিমিটেড এবং বায়োকোন বায়োলজিকস লিমিটেডের প্রতিষ্ঠাতা। আপাতত তাঁর মোট সম্পদের পরিমান হল ২ বিলিয়ন ডলার।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর