স্বস্তি নেই সাধারণ মানুষের! এবার খাদ্যদ্রব্য থেকে শুরু করে বাড়ছে এই জিনিসগুলির দাম

বাংলা হান্ট ডেস্ক: পেট্রোল-ডিজেল থেকে শুরু করে ওষুধপত্র, দাম বেড়েছে প্রতিটি জিনিসেরই। তবে, এখানেই শেষ নয়, বরং শীঘ্রই দাম বাড়তে চলেছে আরও বেশ কিছু নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের। আর স্বাভাবিকভাবেই মধ্যবিত্তদের কাছে এটা যে বড় দুঃসংবাদ তা আর বলার অপেক্ষা রাখেনা। এমনিতেই আমাদের দেশে এখন মুদ্রাস্ফীতির হার স্পষ্ট ভাবে লক্ষ্য করা গিয়েছে।

এদিকে, ক্রমবর্ধমান এই দামের কারণে কার্যত চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষেরা। সংসার চালাতে গিয়ে রীতিমত কালঘাম ছুটছে সকলের। এমতাবস্থায়, ফের বৃদ্ধি পাচ্ছে একগুচ্ছ জিনিসের দাম। জানা গিয়েছে যে, সেই তালিকায় রয়েছে সাবান, ডিটারজেন্ট থেকে শুরু করে বিস্কুট এবং কফিও।

এই প্রসঙ্গে ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে যে, ভারতের বৃহত্তম বিস্কুট প্রস্তুতকারী কোম্পানি ব্রিটানিয়া এই বছর তাদের বিস্কুটের দাম ৭ শতাংশ পর্যন্ত বাড়াতে পারে। স্বাভাবিকভাবেই, একধাক্কায় বিস্কুটের দাম এতটা বেড়ে যাওয়ায় তাতে প্রভাবিত হবেন সাধারণ ক্রেতারা।

তবে, শুধু বিস্কুটই নয়, বরং তার পাশাপাশি পাল্লা দিয়ে বাড়বে সাবান, ডিটারজেন্টের মতো দৈনন্দিন ব্যবহারের জিনিসও। একাধিক গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী জানা গিয়েছে যে, দেশের সবচেয়ে বড় এফএমসিজি কোম্পানি হিন্দুস্তান ইউনিলিভারও (Hindustan Unilever Limited) তাদের পণ্যের দাম বাড়াতে চলেছে। ইতিমধ্যেই সংস্থাটি তাদের সাবান ও ডিটারজেন্টের দাম ৩ থেকে ৪ শতাংশ বাড়িয়ে দিয়েছে। এছাড়াও পরিসংখ্যান অনুযায়ী, বিগত ৬ মাসে Hindustan Unilever Limited তাদের পণ্যের দাম প্রায় ৩০-৩৫ শতাংশ হারে বৃদ্ধি করেছে।

এছাড়াও কোন কোন জিনিসের দাম বাড়ছে?

জানা গিয়েছে যে, উল্লিখিত জিনিসগুলি ছাড়াও, টুথপেস্ট, ক্রিম-এর মতো নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়তে চলেছে। পাশাপাশি, দাম বাড়ছে খাদ্যদ্রব্যেরও। যেগুলির মধ্যে রয়েছে দুধ, দই, কফি, চা, ম্যাগি, ময়দা, চাল, ডাল, ঘি, গ্লুকোজ পাউডার, স্ন্যাকস ও মশলা।

MONEY NEWS

কেন বাড়ছে এই দাম?

প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমানে বিপুল হারে মুদ্রাস্ফীতির অন্যতম কারণ হল রুশ-ইউক্রেন যুদ্ধের আবহে দেশজুড়ে পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি। এই কারণে এক স্থান থেকে অন্য স্থানে জিনিসপত্র নিয়ে আসা অত্যন্ত ব্যয়বহুল হয়ে পড়েছে। যার প্রত্যক্ষ প্রভাব পড়ছে নিত্যদিনের জিনিসপত্রের দামে। এছাড়াও, দ্রব্য উৎপাদনের ক্ষেত্রে কাঁচামালের দাম বৃদ্ধির কারণেও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম ক্রমশ আকাশছোঁয়া হচ্ছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর