লম্বা ছুটি! টানা ৪০ দিন বন্ধ থাকবে স্কুল, কীসের জন্য? ফের কবে খুলবে?

বাংলা হান্ট ডেস্কঃ সামনেই টানা ৪০ দিনের লম্বা ছুটি (School Holidays)। আগামী ২৭ ফেব্রুয়ারি স্কুল শেষ হওয়ার পরেই ছুটি পড়ে যাচ্ছে অনেক দিনের। পবিত্র রমজান, ঈদ-উল ফিতর-সহ আরও বেশ কয়েকটি উৎসবের কারণে এই ছুটি দেওয়া হচ্ছে। এই লম্বা ছুটিতে দেশের সমস্ত স্তরের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

লম্বা ছুটি স্কুলগুলিতে (School Holidays)

এখানেই শেষ নয়, ছুটি থাকছে আরও। আগামী ১০ এপ্রিল থেকে শুরু হয়ে যাচ্ছে এসএসসি ও সমমানের বেশ কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষা। যেসমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে এই পরীক্ষার সীট পড়ছে সেগুলিও বন্ধ থাকবে। এর ফলে ছুটি বেড়ে দাঁড়াবে টানা দু’মাস দশ দিন অর্থাৎ মোট ৭০ দিনের ছুটি (School Holidays) থাকছে। তবে এই ছুটি বাংলার স্কুলগুলিতে নয় থাকছে বাংলাদেশে।

কীসের ছুটি? 

সামনেই পবিত্র রমজান মাস, এছাড়াও রয়েছে শুভ দোলযাত্রা, স্বাধীনতা দিবস, জুমাতুল বিদা, শবে কদর ও ঈদ-উল-ফিতর। একের পর উৎসব উপলক্ষ্যে হাতে থাকছে ঠাসা ছুটি। জানা যাচ্ছে আগামী ২ মার্চ থেকে শুরু হচ্ছে ছুটি, যা শেষ হবে আগামী ৮ এপ্রিল। ১ বা ২ মার্চ থেকে পবিত্র রমজান শুরু হবে। উল্লেখ্য আগামী ২৮ ফেব্রুয়ারি ও ১ মার্চ শুক্র ও শনিবারের ছুটি থাকায় ওপার বাংলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে শেষ ক্লাস হবে ২৭ ফেব্রুয়ারি, অর্থাৎ বৃহস্পতিবার।

আরও পড়ুন: এবার কুমোরটুলি! ট্রলিব্যাগে মহিলার খন্ডবিখন্ড দেহ উদ্ধার, গ্রেপ্তার ২, জানা গেল নাম-পরিচয়

শিক্ষা প্রতিষ্ঠানগুলির এই লম্বা ছুটি প্রসঙ্গে সেদেশের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের উপ-পরিচালক (মাধ্যমিক) মহম্মদ ইউনুস ফারুকী জানিয়েছেন, রমজান ও ঈদ-উল-ফিতর-সহ আরও কিছু ছুটি মিলিয়ে প্রায় ৪০ দিনের ছুটি পড়ে যাচ্ছে। একইসাথে তিনি জানিয়েছেন এই ছুটি সরকারি, বেসরকারি সব পর্যায়ের স্কুলের জন্যই প্রযোজ্য।

school students West Bengal summer holiday

অন্যদিকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের উপ-পরিচালক (কলেজ) নুরুল হক সিকদার জানিয়েছেন, সরকারি নির্দেশ মেনে রমজানের ছুটির আগে সমস্ত সরকারি ও বেসরকারি কলেজে ২৭ ফেব্রুয়ারি শেষ ক্লাস হবে। এছাড়াও তিনি জানিয়েছেন, ১০ এপ্রিল থেকে শুরু হবে চলতি বছরের এসএসসি ও অন্য পরীক্ষা। এই সমস্ত পরীক্ষায় বেশ কিছু শিক্ষা-প্রতিষ্ঠানকে পরীক্ষাকেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে। তাই ওই দিনগুলিতে ওই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে টানা ২ মাস ১০ দিন ছুটি থাকবে।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর