বাংলা হান্ট ডেস্ক: এবার স্টিল অথরিটি অফ ইন্ডিয়াতে (SAIL) থাকছে চাকরির সুযোগ। এই চাকরির জন্য দিতে হবেনা কোনো লিখিত পরীক্ষা। ইন্টারভিউয়ের মাধ্যমেই যোগ্য প্রার্থীদেরকে বাছাই করা হবে।আপাতত চিকিৎসক পদে করা হবে নিয়োগ। জানা গিয়েছে যে, আগামী ৭ ফেব্রুয়ারি সম্পন্ন হবে ইন্টারভিউয়ের প্রক্রিয়াটি। ইতিমধ্যেই এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে SAIL। আবেদনকারীরা বিজ্ঞপ্তিটি পেয়ে যাবেন sail.co.in-এই ওয়েবসাইটে।
আপাতত সুপার স্পেশালিস্ট, স্পেশালিস্ট এবং জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসারের শূন্যপদে এই নিয়োগ করা হবে। সুপার স্পেশালিস্ট পদে শূন্যপদের সংখ্যা রয়েছে ১ টি, স্পেশালিস্ট পদে শূন্যপদের সংখ্যা রয়েছে ৭ টি এবং মেডিক্যাল অফিসার পদে শূন্যপদের সংখ্যা হল ৬ টি।
এই পদে আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের অবশ্যই এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি, তাঁদের নাম রাজ্য মেডিক্যাল কাউন্সিল অথবা ন্যাশনাল মেডিক্যাল কমিশনে নথিভুক্ত থাকতে হবে নতুবা প্র্যাক্টিশনার্সের বৈধ লাইসেন্স থাকতে হবে।
ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে প্রাথমিক ভাবে বাছাই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর যোগ্য প্রার্থীদের ইন্টারভিউতে ডাকা হবে। সমগ্র প্রক্রিয়াটি পরিচালনা করবে ডকুমেন্ট ভেরিফিকেশন কমিটি।
শেষে চূড়ান্ত মেধাতালিকা বা ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হবে। প্রতিটি ক্ষেত্রেই আলাদা আলাদা তালিকা তৈরির মাধ্যমে ইন্টারভিউতে কত নম্বর পাওয়া গিয়েছে তা জানিয়ে দেওয়া হবে প্রার্থীদেরকে।