আর নেই সময়! এবার এই ব্যক্তিদের স্যারেন্ডার করতে হবে রেশন কার্ড, নাহলেই পড়বেন বিপদে

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে আমাদের কাছে রেশন কার্ড (Ration Card) একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি হিসেবে বিবেচিত হয়। বিশেষ করে আর্থিক দিক থেকে পিছিয়ে থাকা মানুষদের খাদ্য সংস্থানের ক্ষেত্রে এই কার্ডের ভূমিকা অপরিসীম। মূলত, এই কার্ডের মাধ্যমেই এমন বহু পরিবার রয়েছে যারা সরকারের তরফে দেওয়া বিনামূল্যের রেশন সামগ্রী পেয়ে থাকে। যার ফলে প্রত্যক্ষভাবে লাভবান হন তাঁরা।

এমতাবস্থায়, রেশন কার্ডের বিষয়ে প্রায়শই বিভিন্ন নিয়ম নিয়ে আসার পাশাপাশি, একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয় সরকারের তরফে। তবে, এবার উৎসবের আবহের ঠিক প্রাক্কালেই রেশন কার্ডের প্রসঙ্গে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের প্রভাবে দেশের বহু মানুষ প্রভাবিত হবেন বলেও অনুমান করা হচ্ছে।

তাই, আপনার কাছেও যদি রেশন কার্ড থাকে এবং আপনি যদি বিনামূল্যে রেশন গ্রহণ করে থাকেন সেক্ষেত্রে এই প্রতিবেদনটি আপনার জন্য নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হবে। কারণ, এই আপডেটটি আমাদের সকলেরই জেনে রাখা প্রয়োজন। প্রসঙ্গত উল্লেখ্য যে, রেশন কার্ডের মাধ্যমে অনেকেই বিনামূল্যে খাদ্যের যোগান পেলেও এমন বহুজন রয়েছেন যাঁরা এই সুবিধার জন্য উপযুক্ত না হলেও বিনামূল্যে রেশন পাচ্ছেন।

আরও পড়ুন: খরচ হয়েছে মাত্র ৪৫ হাজার! Maruti 800-কে Rolls Royce করে তুললেন যুবক, ভাইরাল ভিডিও

অর্থাৎ, সোজা কথায় তাঁরা প্রত্যক্ষভাবে দুর্নীতির সাথে যুক্ত রয়েছেন। এমতাবস্থায়, এই দুর্নীতিকে নির্মূল করতেই কেন্দ্রীয় সরকার চরম সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে জানা গিয়েছে। এক্ষেত্রে সরকার নির্দিষ্ট সময় অন্তর জনগণকে তাঁদের রেশন কার্ড স্যারেন্ডার বা বাতিল করার জন্য আবেদন করে। এমন পরিস্থিতিতে, যাঁরা উপযুক্ত না হয়েও বিনামূল্যে চাল ও গমের সুবিধা নিচ্ছেন তাঁরা তাঁদের রেশন কার্ড স্যারেন্ডার করতে পারেন।

আরও পড়ুন: “১০ অক্টোবরের মধ্যে…’”, কানাডাকে হুঁশিয়ারি ভারতের! ট্রুডোকে কোণঠাসা করতে অ্যাকশন মোদীর

তাই, এই পরিষেবার উপযুক্ত না হয়েও কেউ যদি রেশন কার্ড স্যারেন্ডার না করেন সেক্ষেত্রে যাচাইয়ের পরে খাদ্য বিভাগের দল তাঁর রেশন কার্ড বাতিল করতে পারে। শুধু তাই নয়, এই ধরণের ব্যক্তিদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হতে পারে। এই প্রসঙ্গে খাদ্য বিভাগ সূত্রে জানা গিয়েছে যে, আপনার যদি ফ্ল্যাট বা বাড়ি থাকে সেক্ষেত্রে আপনি বিনামূল্যে রেশন প্রকল্পের জন্য অযোগ্য।

Now these people have to surrender the ration card

এর পাশাপাশি, কারোর যদি গাড়ি, ট্র্যাক্টর কিংবা অস্ত্রের লাইসেন্স থাকে অথবা গ্রামীণ ক্ষেত্রে দু’লক্ষ এবং শহরে তিন লক্ষের বেশি বার্ষিক আয় হয়ে সেক্ষেত্রে ওই ব্যক্তিদের রেশন কার্ড তহসিল বা ডিএসও অফিসে জমা দিতে হবে। মাথায় রাখতে হবে যে, ওই রেশন কার্ড হোল্ডাররা যদি তাঁদের কার্ড স্যারেন্ডার না করেন সেক্ষেত্রে এই ধরণের ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত করে কার্ড বাতিল করা হবে। তাই, আগেভাগেই সতর্ক হওয়া প্রয়োজন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর