মঙ্গলের মাটিতে এবার ফলবে টমেটো-মুলা-পালং, খুশির খবর শোনালেন বিজ্ঞানীরা

বাংলা হান্ট ডেস্ক : নামই তার লাল গ্রহ, কারণ মাটির রং লাল। তাই যাঁদের মঙ্গলে গিয়ে বসবাস করার ইচ্ছে আছে তাঁদের আশায় জল ঢালত খাবার দাবারের চিন্তা ভাবনা। চাঁদের ক্ষেত্রেও তাই, তবে ইচ্ছে ষোলআনা। এবার কিন্তু আর চিন্তা নেই কারণ মঙ্গল বা চাঁদ যেখানেই আপনি বাস করতে চান না কেন সেই সুযোগ পাবেন আর সঙ্গে পাবেন পৃথিবীর মতো টাটকা টাটকা সব্জি হাতের কাছে। সম্প্রতি নাসার বিজ্ঞানীরা দীর্ঘদিনের গবেষণার পর জানিয়েছেন চাঁদের মাটিতে বা মঙ্গলে ফসল ফলানো সম্ভব।growing food on mars2

বিজ্ঞানীদের এহেন ঘোষণার ফলে যথেষ্টই খুশির হাওয়া জনমনে। তাই যদি চাঁদে কিংবা মঙ্গলে ভবিষ্যতে বাড়ি করার পরিকল্পনা করে থাকেন তাহলে আরও এক ধাপ এগিয়ে যাওয়াই ভালো। সম্প্রতি বিজ্ঞানীদের গবেষণার একটি তথ্য প্রকাশ্যে এসেছে যেখানে জানা গিয়েছে মঙ্গলের মাটির নমুনায় দশ রকমের ফসল ফলার সম্ভাবনা রয়েছে। এই দশ রকম ফসলের মধ্যে রয়েছে টমেটো মটরশুটি শাক মুলো পালং শাক পেঁয়াজ ইত্যাদি, এই দশ ফসল ফোলিও দেখেছেন বিজ্ঞানীরা।

এই দশটি ফসলের মধ্যে নটি ফসল সফল ভাবে উত্পন্ন হয়েছে লাল গ্রহের মাটিতে। তবে পালংশাক যদিও ভালোভাবে হয়নি কিন্তু ভবিষ্যতে যাতে সেটিও হতে পারে তার চেষ্টা চালাচ্ছেন বিজ্ঞানীরা। সম্প্রতি নাসার এক প্রাক্তন বিজ্ঞানী জানিয়েছেন 40 বছর আগে মঙ্গলে প্রাণের সন্ধান হয়তো পাওয়া গিয়েছিল, 1976 সালে সেখানে প্রাণের প্রমাণ পাওয়া গিয়েছিল। নাসার পাঠানো ল্যান্ডার একটি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে মঙ্গলের মাটিতে কিছু পৌষ্টিক উপাদান পেয়েছিল।

সেই পৌষ্টিক উপাদান থেকে বিজ্ঞানীরা একপ্রকার নিশ্চিত মঙ্গলে প্রাণের সম্ভাবনা থাকলেও থাকতে পারে। তবে একবার নয় আরও একবার একই প্রমাণ পেয়েছিলেন বিজ্ঞানীরা। তাহলে আর চিন্তা কীসের? প্রাণের সন্ধান যখন নিশ্চিত হয়ে গেছে তার ওপরে আবার ফসল ফলবে তাই এই সুন্দর পৃথিবী যদি কারও অপছন্দের হয়ে থাকে কিংবা কেউ যদি কয়েক দিনের জন্য সেখানে গিয়েসময় কাটাতে চান সে ক্ষেত্রে বড়সড় সুযোগ পাবেন।


সম্পর্কিত খবর