বাংলা হান্ট ডেস্ক: এবার একটি বড়সড় বিষয় সামনে এসেছে। জানা গিয়েছে, এবার সরকার অবিবাহিতদেরও পেনশন (Pension) দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এমনকি, এক মাসের মধ্যেই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে সরকারের তরফে জানানো হয়েছে। অর্থাৎ, এই প্রকল্পের মাধ্যমে যাঁরা এখনও বিয়ে করেননি তাঁরা সুবিধা পাবেন।
এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, হরিয়াণা সরকার এই ধরণের পেনশন স্কিম নিয়ে আসার পরিকল্পনা শুরু করেছে। মূলত, ৪৫ থেকে ৬০ বছর বয়সী অবিবাহিতদের পেনশন দেওয়ার ক্ষেত্রে সরকারের পরিকল্পনা রয়েছে। যার মাধ্যমে পুরুষ এবং মহিলা উভয়েই সুবিধা পাবেন। এমতাবস্থায় পেনশনের পরিমাণ এবং এটি দ্বারা কিভাবে আবেদনকারীরা উপকৃত হবেন এই সম্পর্কিত তথ্যগুলি প্রকল্পের অনুমোদনের পরেই জানা যাবে। এদিকে, হরিয়াণার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর জানিয়েছেন, খুব দ্রুত এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
কারা এই পেনশন প্রকল্পের সুবিধা পাবেন: মূলত, হরিয়াণার মুখ্যমন্ত্রী “জনসংবাদ”‘-এর সময় ৬০ বছর বয়সী অবিবাহিত ব্যক্তিদের পেনশন সংক্রান্ত অভিযোগের উত্তর দিতে গিয়ে এই প্রকল্প শুরু করার বিষয়ে তথ্য জানিয়েছেন। এই পেনশন স্কিমের আওতায় শুধুমাত্র অবিবাহিতরাই সুবিধা পাবেন। এর পাশাপাশি, সংশ্লিষ্ট নাগরিককে অবশ্যই হরিয়াণার বাসিন্দা হতে হবে। এছাড়া, তাঁর বার্ষিক আয় ১.৮০ লক্ষের মধ্যে হতে হবে।
বিপুল মানুষ সুবিধা পাবেন: এদিকে, কিছু রিপোর্টে বলা হয়েছে যে, এই স্কিমটি বাস্তবায়িত হলে ওই রাজ্যের প্রায় ১.২৫ লক্ষ মানুষ এই পেনশনের সুবিধা পাবেন। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, বর্তমানে হরিয়াণা সরকার নাগরিকদের জন্য বার্ধক্য, এবং প্রতিবন্ধী পেনশন সহ আরও কিছু গুরুত্বপূর্ণ প্রকল্প শুরু করেছে।
এই পেনশন স্কিম আনার কথাও ভাবছে সরকার: হরিয়াণা সরকার বার্ধক্য পেনশন প্রকল্পের অধীনে পেনশন হিসাবে ৩ হাজার টাকা দেয়। এমতাবস্থায়, অনুমান করা হচ্ছে যে, অবিবাহিত পেনশন স্কিমের অধীনেও ওই পরিমাণ অর্থ দেওয়া হতে পারে। এদিকে, সরকারের এই পরিকল্পনা ছাড়াও বিধবা পেনশন স্কিম নিয়ে আসার চিন্তাভাবনাও রয়েছে।