এবার থেকে মার্কিন প্রেসিডেন্টের ভাষণ হিন্দিতেও, আবেদন পৌঁছল হোয়াইট হাউসে

বাংলা হান্ট ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট (US President) জো বাইডেনের (Joe Biden) ভাষণ এখন থেকে শোনা যাবে হিন্দিতেও। সম্প্রতি রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত কমিশন তরফে হোয়াইট হাউসে এই বিষয়ে একটি আবেদন করা হয়েছিল। এরপরই জানানো হয়, আমেরিকান প্রেসিডেন্টের সমস্ত ভাষণ এবার শুধুমাত্র ইংরেজিতে নয়, হিন্দি (Hindi) সহ বেশ কয়েকটি আঞ্চলিক ভাষায়ও শোনা যাবে।

সূত্রের খবর, চলতি সপ্তাহে এশিয়ান-আমেরিকান, নেটিভ হাওয়াইয়ান এবং প্যাসিফিক আইল্যান্ডার্স (এনএইচপিআই) রাষ্ট্রপতির উপদেষ্টা কমিশন তার বৈঠকে এই সুপারিশটি করেছে। বৈঠকের সময়, ভারতীয়-আমেরিকান সম্প্রদায়ের নেতা অজয় ​​জৈন ভুটোর এই প্রস্তাবটি কমিশন দ্বারা গৃহীত হয়েছিল।প্রসঙ্গত, ভুটোরিয়া এশিয়ান আমেরিকান এবং NHPI-এর প্রেসিডেন্টের উপদেষ্টা কমিশনের এক সদস্য।

জানা গিয়েছে, বৈঠকে কমিশন দ্বারা সুপারিশ করা হয়েছে যে, এই প্রস্তাবটি আগামী তিন মাসের মধ্যে কার্যকর করতে হবে। তিন মাসের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি সহ জি অ্যাপের (G app) প্রধান প্রধান বক্তৃতাগুলি এশিয়ান আমেরিকান এবং এনএইচপিআই ভাষায় অনুবাদ করে হোয়াইট হাউসের ওয়েবসাইটে পোস্ট করতে হবে। এবং যত দ্রুত সম্ভব এই কাজ সফল করতে হবে।

অধিকাংশ আমেরিকানদের বক্তব্য, বাইডেনের বক্তৃতা তাদের আঞ্চলিক ভাষায় অনুবাদ করা হচ্ছে না। মার্কিন রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতির দেওয়া বক্তৃতাগুলি শুধুমাত্র ইংরেজিতেই পাওয়া যায়। ফলে ২.৫১ কোটির বেশি জনসংখ্যার মানুষদের কাছে তা পৌঁছানো অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে। এরপরই রাষ্ট্রপতির বক্তব্য হিন্দি সহ আরও বেশ কয়েকটি ভাষায় অনুবাদের সিদ্ধান্ত নিয়েছে মার্কিন হোয়াইট হাউস।

joe biden 2

আপনাদের আরও জানিয়ে রাখি, এদিন বৈঠকে কমিশন দ্বারা সুপারিশকৃত ভাষাগুলি হল হিন্দি, চীনা, কোরিয়ান, ভিয়েতনামী, তাগালগ এবং ম্যান্ডারিন।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর