বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে WhatsApp ব্যবহার করেন না এমন ব্যক্তি রীতিমতো খুঁজে পাওয়াই মুশকিল। Meta-র এই ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটি সারা বিশ্বে জনপ্রিয়। এদিকে, ব্যবহারকারীদের সুবিধার্থে WhatsApp প্রায়শই বিভিন্ন নিত্যনতুন ফিচার্স উপলব্ধ করে। কিছুদিন আগেই WhatsApp ক্রস মেসেজিং ফিচার যুক্ত করেছিল। তবে, এবার একটি বড় আপডেট সামনে এসেছে।
WhatsApp নিয়ে আসছে এই দুর্দান্ত ফিচার:
এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, WhatsApp এবার এমন একটি ফিচার নিয়ে আসছে যেটির “ডিমান্ড” দীর্ঘদিন ধরেই ব্যবহারকারীরা করে আসছিলেন। মূলত, ডিফল্ট চ্যাট থিম ফিচারে বড় ধরণের পরিবর্তন আনতে চলেছে সংস্থাটি। এমতাবস্থায়, এই নতুন ফিচারটি আসার পর ব্যবহারকারীদের কাছে অ্যাপটির থিম পরিবর্তন করার জন্য একাধিক রঙের বিকল্প উপলব্ধ থাকবে।
WhatsApp beta for Android 2.24.17.19: what’s new?
WhatsApp is working on a new default chat theme feature, and it will be available in a future update!https://t.co/Nrn24RBqVu pic.twitter.com/7dIDW8WsN1
— WABetaInfo (@WABetaInfo) August 14, 2024
ডিফল্ট থিম ফিচার: এছাড়াও, WhatsApp চ্যাট মেসেজ বাবল সম্পর্কিত আরেকটি ফিচার নিয়েও কাজ করছে। WhatsApp-এর এই ফিচারটি লেটেস্ট বিটা ভার্সনে দেখা গেছে। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা শীঘ্রই WhatsApp-এর এই নতুন ফিচারটি পেতে পারেন। WABetaInfo-এর নতুন রিপোর্ট অনুসারে, এই চ্যাট ডিফল্ট থিম ফিচারটি Android-এর সর্বশেষ বিটা সংস্করণ 2.24.17.19-এ দেখা গেছে। কয়েকদিন আগে iOS-এর বিটা ভার্সনের জন্যও WhatsApp-এর এই ফিচার আনা হয়েছিল।
আরও পড়ুন: বয়স ২৩.৩ কোটি বছর! মিলল বিশ্বের সবথেকে পুরনো ডাইনোসরের জীবাশ্ম, বিজ্ঞানীরা দিলেন বিরাট তথ্য
WABetaInfo দ্বারা শেয়ার করা স্ক্রিনশট অনুসারে, ব্যবহারকারীরা এখন WhatsApp-এর চ্যাট থিম সেটিংসে একটি নতুন অপশন পেতে চলেছেন। যেখানে ব্যবহারকারীরা প্রদত্ত রঙগুলির মধ্যে একটি বেছে নেওয়ার বিকল্প পাবেন। এর পরে, ব্যবহারকারীদের মেসেজ বাবলের কালারের সাথে, অ্যাপটির ডিফল্ট থিমও পরিবর্তন হবে। তবে স্ক্রিনশটে অ্যাপের কোনও রঙ দেখানো হয়নি।
আরও পড়ুন: যাহ! এবার নিজের “শেষ” বাড়িটিও বিক্রি করে দিলেন মাস্ক, এখন কোথায় থাকছেন বিশ্বের শ্রেষ্ঠ ধনকুবের?
চলছে টেস্টিং: জানিয়ে রাখি যে, WhatsApp-এর এই নতুন ফিচারটি এখনও ডেভেলপমেন্ট ফেজে রয়েছে। যার অর্থ হল আগামী সময়ে এটি আরও বিটা ইউজার্সকে টেস্টের জন্য দেওয়া হবে। এই ফিচারটি অ্যাপের সাথে সাথে মেসেজ বাবলের রঙও পরিবর্তন করবে। WhatsApp-এর এই ডিফল্ট থিম ফিচারটি Meta-র অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম Facebook Messenger এবং Instagram-এর মতো কাজ করবে। যেখানে ব্যবহারকারীদের কাছে প্রতিটি কনভারসেশনের জন্য ডিফল্ট থিম এবং মেসেজ বাবলের অপশন রয়েছে। তবে, WhatsApp-এর এই নতুন ফিচার সম্পর্কে এই মুহূর্তে বেশি কিছু বলা যাচ্ছে না। এমতাবস্থায়, এটির রোলআউটের পরেই এই ফিচার সম্পর্কে আরও তথ্য উপলব্ধ হবে।