এখন ক্রিকেট খেললে টি-২০-কে বিশেষ গুরুত্ব দিতেন সৌরভ গাঙ্গুলি।

এইদিন ভারতীয় টেস্ট দলের ওপেনার মায়ানক আগারওয়াল এর সঙ্গে অনলাইনে চ্যাটিং করছিলেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী। সেই সময় হঠাৎই এক প্রশ্নের জবাবে সৌরভ গাঙ্গুলী বলে ওঠেন তিনি যদি এই সময় ক্রিকেট খেলতেন তাহলে সব থেকে বেশি জোর দিতেন ক্রিকেটের ছোট ফরমেটেই অর্থাৎ টি-টোয়েন্টি ক্রিকেটেই তিনি সব থেকে বেশি জোর দিতেন বলে জানিয়ে দিলেন সৌরভ গাঙ্গুলী। এমনকি টি-টোয়েন্টি ক্রিকেট খেলার জন্য নিজের ব্যাটিং স্টাইলও পরিবর্তন করে ফেলতেন বলে জানালেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলী।

সৌরভ গাঙ্গুলি জানিয়েছেন বর্তমান আধুনিক ক্রিকেটে টি-টোয়েন্টি ক্রিকেট খুবই গুরুত্বপূর্ণ। দর্শকরা টি-টোয়েন্টি ক্রিকেট দেখতে খুবই ভালোবাসেন। সেই কারণে সৌরভ গাঙ্গুলী জানিয়েছেন তিনি যদি বর্তমান সময়ে ক্রিকেট খেলতেন তাহলে তিনি টি-টোয়েন্টি ক্রিকেটকে বিশেষ গুরুত্ব দিতেন। এমনকি টি-টোয়েন্টি ক্রিকেট খেলার জন্য নিজের ব্যাটিংয়েও বেশ কিছু পরিবর্তন আনতেন বলে তিনি জানিয়েছেন। দাদা জানিয়েছেন বর্তমানে টি-টোয়েন্টি ক্রিকেটে একদিকে যেমন ব্যাটের বেশি সুইং হয় তেমনি কিছুটা আক্রমণাত্মক ব্যাটিং করতে হয়। সেই কারণে তিনি নিজের ব্যাটিং স্টাইল পরিবর্তন করতেন।

5850059333d5c22cdc2042da474a49543016d9504387d135b59b3953e051e930425dcfde

জাতীয় দলের হয়ে 113 টি টেস্ট ম্যাচ এবং 311 টি একদিনের ম্যাচ খেলেছেন সৌরভ গাঙ্গুলি। এছাড়াও অধিনায়ক হিসাবে ভারতীয় দলকে এক অন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন সৌরভ গাঙ্গুলী। আইপিএল শুরুর পাঁচ বছর প্রথমে কলকাতা নাইট রাইডার্স এবং পরে পুনে ওয়ারিয়ার্স ইন্ডিয়ার হয়ে চুটিয়ে আইপিএল খেলেছেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর