বড় খবর: এবার থেকে যৌন নিগ্রহকারীকে শায়েস্তা করতে মেয়েদের পেপার স্প্রে ব্যবহার করার অনুমতি দিলো মেট্রো

বাংলা হান্ট ডেস্ক :  হায়দরাবাদ গণধর্ষণের পর দেশ জুড়ে মহিলাদের নিরাপত্তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। শুধু হায়দরাবাদী নামে হায়দরাবাদ করে ধর্ষণের পর যেভাবে পরপর তিন তিনটি গণধর্ষণ কাণ্ড ঘটল তাতে কার্যত ক্ষিপ্ত দেশবাসী। নির্বাচন থেকে বহিষ্কার করার দাবি তোলা হয়েছে উত্তেজিত জনতার তরফে। পথে ঘাটে সর্বত্রই নিরাপত্তার অভাব রয়েছে, বাসে ট্রেনে তো বটেই তাই এ বার মহিলাদের নিরাপত্তার স্বার্থে এক অভিনব পদক্ষেপ নিল বেঙ্গালুরু মেট্রো রেল কর্পোরেশন।

তাই এ বার মহিলাদের ব্যাগে পেপার স্প্রে রাখার অনুমতি দিলেও রেল কর্তৃপক্ষ। যদিও দীর্ঘদিন থেকেই মহিলাদের ব্যাগে পেপার স্প্রে রাখার দাবি উঠেছিল কিন্তু বিশেষ করে মেট্রোতেই নিয়ম রক্ষার জন্য পেপার স্প্রে ব্যবহার করা যেত না। তবে এবার সেই নিয়ম তুলে দিল মেট্রো রেল কর্পোরেশন। অনেক ক্ষেত্রে দেখা যায় পথে ঘাটে মহিলাদের যৌন হেনস্থার শিকার হতে হলেও সে ভাবে কেউ সাহায্যের জন্য এগিয়ে আসে না তাই এ বার মহিলা রাতেই নিজেদের রক্ষার জন্য নিজেরাই রক্ষাকবচ হয়ে ওঠেন তার জন্যই এই বিশেষ ব্যবস্থা  বেঙ্গালুরু মেট্রো কর্তৃপক্ষ।namma metro 1575422688

একে এই স্প্রে একবার ছড়িয়ে দিলেই ঘটনার মোকাবিলা সম্ভব। মেট্রো শহরগুলিতে মেট্রোতে শ্লীলতাহানির ঘটনা নতুন কিছু নয়। বিশেষ করে রাতের মেট্রো গুলিতে, মহিলাদের নিরাপত্তা প্রশ্নচিহ্নের মুখে। এবার যাতে মহিলারা নিজেরাই নিজেদের আত্মরক্ষা করতে পারেন তার জন্য ব্যবস্থা নিল বেঙ্গালুরুর মেট্রোরেল কর্তৃপক্ষ।

ইতিমধ্যেই বেঙ্গালুরুর সমস্ত মেট্রো স্টেশন গুলিতেই এ নিয়ে নির্দেশিকা জারি করা হয়েছে। এ প্রসঙ্গে বলতে গিয়ে বেঙ্গালুরু মেট্রোর মুখপাত্র বিএল ওয়াই ছবন জানিয়েছেন কোনও দিনই মেট্রোর তরফে মহিলাদের ব্যাগে স্ত্রী রাখার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হয়নি তবে প্রশ্ন করা হতো কিন্তু এখন আর সেই প্রশ্নের মুখোমুখি হতে হবে না মহিলাদের।


সম্পর্কিত খবর