ভোটের আগে বড় চমক! এবার প্রতিমাসে মহিলারা পাবেন ১,৫০০ টাকা, ঘোষণা রাজ্য সরকারের

বাংলা হান্ট ডেস্ক: আজ সমগ্ৰ দেশজুড়ে (India) পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস (International Women’s Day)। সাম্প্রতিক কালে আমাদের দেশের নারীরা বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা দেখিয়ে দেশের গৌরব বৃদ্ধি করছেন। পাশাপাশি, মহিলাদের সার্বিক অগ্রগতির লক্ষ্যে বিভিন্ন রাজ্যের সরকার মহিলাদের জন্য একাধিক গুরুত্বপূর্ণ পরিকল্পনা শুরু করেছে। ঠিক সেই রেশ বজায় রেখেই হিমাচল প্রদেশ (Himachal Pradesh) সরকার ইন্দিরা গান্ধী প্যায়ারি বেহনা সুখ সম্মান নিধি যোজনা চালু করেছে। এমতাবস্থায়, মহিলাদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে সরকারের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় হিসেবে বিবেচিত হচ্ছে।

মহিলারা হবেন আত্মনির্ভর: এই সম্মান নিধি প্রকল্পের অধীনে, সরকার সংশ্লিষ্ট রাজ্যের ১৮ থেকে ৬০ বছর বয়সী মহিলাদের প্রতি মাসে ১,৫০০ টাকা দেবে। সরকার এই টাকা সরাসরি মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা দেবে। এর ফলে বিভিন্ন স্তরের মহিলারা সামগ্রিকভাবে আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন। পাশাপাশি, সরকারের এই পদক্ষেপ তাঁদের আত্মনির্ভর করে তুলবে। এর জন্য হিমাচল সরকার ৮০০ কোটি টাকা জারি করেছে।

Now women will get 1,500 rupees per month

এইভাবে আবেদন করুন: উল্লেখ্য যে, এই প্রকল্পে আবেদন করার জন্য, মহিলাদের নির্দিষ্ট ফর্ম পূরণ করতে হবে এবং তহসিল কল্যাণ অফিসারের কাছে জমা দিতে হবে। তারপরে তহসিল অফিসার এই ফর্মগুলি যাচাই করবেন। উল্লেখ্য যে, এক্ষেত্রে শুধুমাত্র হিমাচল প্রদেশের স্থানীয় মহিলারাই এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন।

আরও পড়ুন: দেশে শুরু হতে চলেছে বিরাট নিলাম! অংশগ্রহণ করবেন আদানি-আম্বানি-মিত্তলরা, সামনে এল দিনক্ষণ

থাকতে হবে এইসব ডকুমেন্ট: এই প্রকল্পের জন্য, মহিলাদের সরকার কর্তৃক জারি করা ফর্মে তাঁদের পরিবার সম্পর্কে সম্পূর্ণ তথ্য পূরণ করতে হবে। এছাড়াও, ব্যক্তিগত ডকুমেন্টও সেখানে অন্তর্ভুক্ত করতে হবে। এর জন্য আধার কার্ড, রেশন কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর এবং IFSC কোড দিতে হবে। এছাড়াও, বয়সের শংসাপত্র এবং হিমাচলি বোনাফাইড সার্টিফিকেট জমা দিতে হবে বলেও জানা গিয়েছে।

আরও পড়ুন: ভারত হবে সেমিকন্ডাক্টর হাব! প্ল্যান্ট তৈরির জন্য টাটা গ্রুপ সহ আরেকটি সংস্থাকে ১৮৮ একর জমি দিল এই রাজ্য

এই মহিলারা প্রকল্প থেকে বঞ্চিত থাকবেন: জানিয়ে রাখি, এই প্রকল্পের সুবিধা শুধুমাত্র সেই মহিলারাই পাবেন যাঁদের পরিবারে কোনো রাজ্য সরকারি কর্মচারী নেই। অর্থাৎ, পরিবারের কারও যদি সরকারি চাকরি থাকে তাহলে এই স্কিমের সুবিধা নেওয়া যাবে না।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর